জীবন বিজ্ঞান

প্রাথমিক ভাজক কলা ও গৌণ ভাজক কলা

Contents

প্রাথমিক ভাজক কলা ও গৌণ ভাজক কলা

images 11
প্রাথমিক ভাজক কলা ও গৌণ ভাজক কলা

প্রাথমিক ভাজক কলা ( Primary meristem ) 

আদি ভাজক কলা থেকে সৃষ্ট যে কলা বিভাজিত হয়ে উদ্ভিদের প্রাথমিক দেহ গঠন করে , তাকে প্রাথমিক ভাজক কলা বলে । এই কলার কোশগুলি উদ্ভিদের মৃত্যুর আগে পর্যন্ত বিভাজনক্ষম থাকে । এই কলা উদ্ভিদের মূল , কাণ্ড ও পাতার অগ্রভাগে অবস্থান করে । প্রাথমিক ভাজক কলা থেকে অগ্রস্থ ভাজক কলা ও নিবেশিত ভাজক কলা সৃষ্টি হয় । প্রাথমিকভাবে এই কলা উদ্ভিদের দৈহিক বৃদ্ধি সম্পন্ন করে । 

গৌণ ভাজক কলা ( Secondary meristem ) 

প্রাথমিক স্থায়ী কলা থেকে উৎপন্ন বিভাজনক্ষম কলাকে গৌণ ভাজক কলা বলে । কর্ক ক্যাম্বিয়াম বা ফেলোজেন , ইন্টার – ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম , ভাস্কুলার ক্যাম্বিয়াম , উন্ড ক্যাম্বিয়াম , সহযােগী ক্যাম্বিয়াম গৌণ ভাজক কলার উদাহরণ । 

কর্ক ক্যাম্বিয়াম বা ফেললাজেন ( Cork cambium or phellogen ) :

এই কলা কর্টেক্সের বাইরের স্তর , এপিডারমিস এবং পেরিসাইকলের বাইরে উদ্ভূত হয় । এই ফেলোজেন বিভাজনের মাধ্যমে বাইরের দিকে ফেলেম ( phellem ) বা কর্ক ( cork ) এবং ভিতরের দিকে ফেলােডার্ম ( phelloderm ) নামক গৌণ – বহিঃস্তরীয় কোশসমষ্টি গঠন করে । 

ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম ( Interfascicular cambium ) : 

এই কলা প্রাথমিক মজ্জাংশু ( primary medullary rays ) থেকে উদ্ভূত হয় । এই ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম গৌণ জাইলেম ( secondary xylem ) এবং গৌণ ফ্লোয়েম ( secondary phloem ) গঠন করে । 

ভাসকুলার ক্যাম্বিয়াম ( Vascular cambium ) : 

এই কলা দ্বিবীজপত্রী মূলের যােজক প্যারেনকাইমা ( conjunctive parenchyma ) থেকে উদ্ভূত হয় । এই ভাসকুলার ক্যাম্বিয়াম জাইলেম কলাগুচ্ছকে বেষ্টন করে বলয় গঠন করে । 

ক্ষত বা উন্ড ক্যাম্বিয়াম ( Woundcambium ) : 

এই কলা উদ্ভিদের ক্ষত স্থানকে কেন্দ্র করে উদ্ভূত হয় এবং উদ্ভিদের ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে । 

সহযােগী ক্যাম্বিয়াম ( Accessory cambium ) : 

এই কলা ভূমি কলা ( ground tissue ) থেকে উদ্ভূত হয় । একবীজপত্রী উদ্ভিদের ( Yucca ) অনিয়ন্ত্রিত গৌণ বৃদ্ধির জন্য সহযােগী ক্যাম্বিয়াম দায়ী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!