ভাজক কলা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য
Contents
ভাজক কলা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য

ভাজক কলা
একই আকৃতি সম্পন্ন , পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজনে সক্ষম তরুণ কোশ সমষ্টিকে ভাজক কলা বলে ।
ভাজক কলার অবস্থান
উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে , যেমন — মূল , কাণ্ড , পাতা প্রভৃতিতে ভাজক কলা অবস্থান করে ।
ভাজক কলার বৈশিষ্ট্য
1. ভাজক কলার কোশগুলি আকারে সাধারণত ছােটো এবং দৈর্ঘ্যে ও প্রস্থে প্রায় সমান ।
2. কোশগুলি গােলাকার , ডিম্বাকার , অথবা বহুভুজাকার হয় ।
3. কোষপ্রাচীর খুব পাতলা ।
4. কোশগুলি ঘনসন্নিবিষ্ট ভাবে অবস্থান করায় কোশগুলির মাঝে কোনাে ফাঁকা স্থান অর্থাৎ কোশান্তর রন্ধ্র থাকে না ।
5. প্রতিটি কোশ ঘন , দানাদার সাইটোপ্লাজমে পূর্ণ থাকে ।
6. প্রতিটি কোশে একটি বড়াে ও সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে ।
7. কোশে সাধারণত ভ্যাকুওল থাকে না , থাকলেও তা আকারে খুবই ছােটো হয় ।
8. কোশগুলি অপরিণত এবং অবিভেদিত ।
9. কোশগুলি সর্বদাই বিভাজনে সক্ষম ।
10. কোশে প্লাস্টিড প্রােপ্লাস্টিড দশায় অবস্থান করে ।
11. কোশে সঞ্চিত খাদ্যবস্তু থাকে না ।
12. ভাজক কলা সাধারণত মূল ও কাণ্ডের অগ্রভাগে অবস্থান করে ।
13. কোশগুলি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় ।