বস্তুর তাপগ্রাহিতা ও বস্তুর জলসম
Contents
বস্তুর তাপগ্রাহিতা ও বস্তুর জলসম
বস্তুর তাপগ্রাহিতা
কোনাে বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়ােজন , তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বলে । এটি বস্তুর ভর ( m ) এবং আপেক্ষিক তাপের ( s ) গুণফলের সমান । সুতরাং , তাপগ্রাহিতা = m x s ।
বস্তুর তাপগ্রাহিতার একক :
cgs পদ্ধতিতে তাপগ্রাহিতার একক ক্যালােরি/°C ( cal°C‐¹ ) ।
SI পদ্ধতিতে তাপগ্রাহিতার একক জুল/কেলভিন ( J K‐¹ ) ।
বস্তুর জলসম
কোনাে বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়ােজন , সেই তাপ দিয়ে যে পরিমাণ ভরের জলের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করা যায় , সেই পরিমাণ ভরের জলকে ওই বস্তুর জলসম বলে । এটি বস্তুর ভর ( m ) এবং আপেক্ষিক তাপের ( s ) গুণফলের সমান । সুতরাং , জলসম = m x s ।
বস্তুর জলসম এর একক :
cgs পদ্ধতিতে জলসমের একক গ্রাম ।
SI পদ্ধতিতে জলসমের একক কিগ্রা ।
তাপগ্রাহিতা ও জলসমের মধ্যে পার্থক্য
( 1 ) তাপগ্রাহিতা কিছু পরিমাণ তাপকে বােঝায় । জলসম কিছু পরিমাণ জলের ভরকে বােঝায় ।
( 2 ) cgs পদ্ধতিতে তাপগ্রাহিতা এবং জলসম উভয়েই বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলের সমান বলে এদের সংখ্যাগত মান সমান ।
কিন্তু , SI পদ্ধতিতে তাপগ্রাহিতা ও জলসমের সংখ্যাগত মান এক নয় । তাপগ্রাহিতার মানকে 4200 ( জলের আপেক্ষিক তাপ ) দিয়ে ভাগ করলে জলসমের মান পাওয়া যায় ।
( 3 ) তাপগ্রাহিতা ও জলসমের একক ভিন্ন । cgs পদ্ধতিতে এবং SI পদ্ধতিতে তাপগ্রাহিতার একক যথাক্রমে ক্যালােরি/°C ও জুল/কেলভিন এবং জলসমের একক যথাক্রমে গ্রাম ও কিলােগ্রাম ।
তাপগ্রাহিতার সঙ্গে আপেক্ষিক তাপের সম্পর্ক
কোনাে বস্তুর তাপগ্রাহিতা = বস্তুর ভর × আপেক্ষিক তাপ
বা , আপেক্ষিক তাপ = বস্তুর তাপগ্রাহিতা ÷ বস্তুর ভর
এখন বস্তুর ভর 1 হলে , আপেক্ষিক তাপ = তাপগ্রাহিতা
সুতরাং , একক ভরের বস্তুর তাপগ্রাহিতা বস্তুর আপেক্ষিক তাপের সমান ।