ক্যালোরিমিতির মূলনীতি ও তাপীয় সাম্যাবস্থা
Contents
ক্যালোরিমিতির মূলনীতি ও তাপীয় সাম্যাবস্থা
ক্যালোরিমিতির মূলনীতি
দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে তাপীয় সাম্যাবস্থা সৃষ্টির জন্য তাদের মধ্যে তাপের আদান প্রদান হয় । যতক্ষণ পর্যন্ত উভয় বস্তুর উষ্ণতা সমান না হয় ততক্ষণ পর্যন্ত তাপের গ্রহণ বর্জন চলতে থাকবে । কম উষ্ণতা বিশিষ্ট বস্তুটি তাপ গ্রহণ করবে এবং বেশি উষ্ণতা বিশিষ্ট বস্তুটি তাপ বর্জন করবে ।
অন্য কোনাে উপায়ে তাপ বিনষ্ট না হলে , শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ = উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ । এই শর্ত দুই বা ততােধিক বস্তুর ক্ষেত্রেও প্রযােজ্য হবে ।
ক্যালোরিমিতির মূলনীতি পূরণের শর্ত
1. বস্তুদ্বয়ের মধ্যে থেকে তাপ বাইরে যাবে না এবং বাইরের তৃতীয় কোনাে বস্তু থেকে তাপ আসবে না ।
2. বস্তুদ্বয়ের মধ্যে কোনােরূপ রাসায়নিক বিক্রিয়া হয়ে তাপ উৎপন্ন বা শােষিত হবে না ।
তাপীয় সাম্যাবস্থা
ভিন্ন তাপমাত্রায় থাকা দুটি বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে আনা হয় তবে গরম বস্তুটি থেকে ঠান্ডা বস্তুতে তাপ সঞ্চালিত হয় । গরম বস্তুটি তাপ ছেড়ে দেওয়ার ফলে তার তাপমাত্রা কমতে থাকে এবং ঠান্ডা বস্তুটি তাপ নেওয়ার ফলে তার তাপমাত্রা বাড়তে থাকে । এই তাপ সঞ্চালন ততক্ষণই চলতে থাকে যতক্ষণ না বস্তু দুটি একই তাপমাত্রায় পৌছােয় । এই একই তাপমাত্রায় থাকা অবস্থাটিকে তাপীয় সাম্যাবস্থা বলা হয় ।
তাপীয় সাম্যাবস্থায় থাকা বস্তু গুলির তাপমাত্রা
তাপীয় সাম্যাবস্থায় থাকা বস্তু গুলি একই সাধারণ তাপমাত্রায় থাকবে ।