ভৌত বিজ্ঞান

আপেক্ষিক তাপ কাকে বলে

Contents

আপেক্ষিক তাপ কাকে বলে

একক ভরের কোনাে পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়ােজন , তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে । 

আপেক্ষিক তাপের একক

cgs পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক :

cgs পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক ক্যালােরি/গ্রাম°C ( cal g‐¹°C‐¹ ) 

SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক :

SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল/কেজি কেলভিন ( J kg‐¹K‐¹ ) বা জুল/কেজি°C ( J kg‐¹°c )

SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের সংজ্ঞা 

1 কিলােগ্রাম ভরের কোনাে পদার্থের উষ্ণতা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য যত জুল তাপ শক্তির প্রয়ােজন , তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে । 

তামার আপেক্ষিক তাপ 0.09 বলতে কী বোঝো

একক ভরের তামার এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে 0.09 একক তাপ লাগে । অথবা 1 গ্রাম তামার 1°C উষ্ণতা বৃদ্ধি করতে 0.09 ক্যালােরি তাপ লাগে । 

লোহার আপেক্ষিক তাপ 462 জুল/কেজি কেলভিন বলতে কী বোঝো

এক কিলােগ্রাম লােহার উষ্ণতা এক কেলভিন বৃদ্ধি করতে 462 জুল তাপের প্রয়ােজন । 

সীসার আপেক্ষিক তাপ 0.03 বলতে কী বোঝো

একক ভরের সিসার এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে 0.03 একক তাপ লাগবে । অথবা 1 গ্রাম সিসার উষ্ণতা 1°C বৃদ্ধি করতে 0.03 ক্যালােরি তাপ লাগবে ।

7 thoughts on “আপেক্ষিক তাপ কাকে বলে

  • Sweta Roy

    Good. Very very very very good 😊😊.

    Reply
  • শুভম দাস

    আমাকে সাহায্য করুন খুব ভালো

    Reply
  • Lagnajita barui

    Very very very very very grateful

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!