থার্মোমিটারের সুবেদিতা বলতে কী বোঝো
থার্মোমিটারের সুবেদিতা বলতে কী বোঝো
উষ্ণতার সূক্ষ্ম পরিবর্তন পরিমাপের ক্ষমতাই হল থার্মোমিটারের সুবেদিতা ।
উষ্ণতার সূক্ষ্ম পরিবর্তন যে থার্মোমিটারের সাহায্যে যত সহজে মাপা যায় , সেই থার্মোমিটারের সুবেদিতা তত বেশি ।
সুবেদী থার্মোমিটার এর বৈশিষ্ট্য
সুবেদী থার্মোমিটার তৈরি করতে হলে —
( i ) কুণ্ডের আয়তন বেশি হওয়া দরকার ,
( ii ) নলের রন্ধ্র খুব সরু হওয়া প্রয়ােজন এবং
( iii ) উচ্চ আয়তন প্রসারণযুক্ত ও কম তাপগ্রাহিতা বিশিষ্ট তরল ব্যবহার করতে হবে ।