ডাক্তারি বা ক্লিনিক্যাল বা চিকিৎসকের থার্মোমিটার
Contents
ডাক্তারি বা ক্লিনিক্যাল বা চিকিৎসকের থার্মোমিটার
মানুষের দেহের উষ্ণতা মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করা হয় , তাকে ডাক্তারি বা চিকিৎসকের থার্মোমিটার বলে । এটি একটি ফারেনহাইট থার্মোমিটার ।

ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার এর গঠন
জীবিত মানুষের দেহের উষ্ণতা সাধারণত 95°F থেকে 110°F পর্যন্ত ওঠানামা করতে পারে । তাই এই থার্মোমিটারে 95°F থেকে 110°F পর্যন্ত দাগ কাটা থাকে । এই থার্মোমিটারে 98.4°F – এর কাছে একটি তিরচিহ্ন থাকে । এটি মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা নির্দেশ করে । বর্তমানে ক্লিনিক্যাল থার্মোমিটারে সেলসিয়াস স্কেলেও দাগ কাটা হয় । এই থার্মোমিটারে 35°C থেকে 43°C পর্যন্ত দাগ কাটা থাকে । এই থার্মোমিটারে 36.9°C – এর কাছে একটি তিরচিহ্ন থাকে । এটি মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা নির্দেশক সূচক ।
ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার এর বৈশিষ্ট্য
1. এই থার্মোমিটারের বালবের কাছে কৈশিক নলটি খুব সরু ও বাঁকানাে ।
2. দেহে স্পর্শ করালে , দেহের উষ্ণতা অনুযায়ী বালবের ভিতরের পারদ আয়তনে বেড়ে বাঁকানাে অংশটি পার হয়ে একটি নির্দিষ্ট দাগে পৌছােয় । এবার থার্মোমিটারটিকে দেহের বাইরে আনলে বালবের পারদ সংকুচিত হয় , কিন্তু কৈশিক নলের পারদ সংকুচিত হয়ে ওই বাঁকানাে অংশ দিয়ে বালবে ফিরে আসতে পারে না । ফলে পারদ সূত্রটি যে দাগে ছিল সেখানেই থেকে যায় এবং দেহের উষ্ণতা নির্দেশ করে । এরূপে মানুষের দেহের সর্বোচ্চ উষ্ণতা এই থার্মোমিটার দ্বারা মাপা যায় বলে একে গরিষ্ঠ থার্মোমিটারও বলে ।
3. পুনরায় ব্যবহার করার পূর্বে থার্মোমিটারটিকে ঝাঁকিয়ে নলের পারদকে বালবে ফিরিয়ে আনতে হয় ।
ডাক্তারি থার্মোমিটার কে ফুটন্ত জলে ডোবানো উচিত নয় কেন
ডাক্তারি থার্মোমিটার সর্বোচ্চ 110°F পর্যন্ত পাঠ দিতে পারে । কিন্তু ফুটন্ত জলের উন্নতা 212°F । ফলে ডাক্তারি থার্মোমিটারটিকে ফুটন্ত জলে ডােবালে পারদের অত্যধিক প্রসারণের ফলে নলের ওপর এত চাপ দেবে যার ফলে কাচনলটি ফেটে যাবে । তাই ডাক্তারি থার্মোমিটার কে ফুটন্ত জলে ডােবানাে উচিত নয় ।
সাধারণ পারদ থার্মোমিটার দেহের উষ্ণতা মাপার উপযুক্ত নয় কেন
সাধারণ পারদ থার্মোমিটার দেহের উষ্ণতা মাপার উপযুক্ত নয় । কারণ এই থার্মোমিটারের কৈশিক নলে বাঁকানাে অংশ না থাকায় দেহের বাইরে আনলেই দ্রুত তাপ বিকিরণ করে পারদ – সূত্র নীচে নেমে যায় । ফলে দেহের উষ্ণতার সঠিক পাঠ পাওয়া যায় না ।