ভৌত বিজ্ঞান

পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য

পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য

পরমাণু 

1. পরমাণু তড়িৎ নিরপেক্ষ । পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে , নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে । 

2. আয়নের চেয়ে পরমাণু কম সুস্থিত । 

3. জলীয় দ্রবণে পরমাণুর স্বাধীন সত্তা থাকতেও পারে আবার না – ও পারে । 

4. তড়িৎ বিশ্লেষণের সময় পরমাণু তড়িৎ পরিবহন করে না।

আয়ন 

1. আয়ন ধনাত্মক অথবা ঋণাত্মক তড়িৎ গ্রস্ত কণা । আয়নে প্রােটন ও ইলেকট্রন সংখ্যার পার্থক্য থাকেই । ইলেকট্রনের চেয়ে প্রােটন সংখ্যা বেশি হলে আয়নটি ধনাত্মক তড়িৎ গ্রস্ত এবং প্রােটনের চেয়ে ইলেকট্রন সংখ্যা বেশি হলে আয়নটি ঋণাত্মক তড়িৎ গ্রস্ত হয় । 

2. পরমাণুর চেয়ে আয়ন বেশি সুস্থিত । 

3. জলীয় দ্রবণে আয়নের স্বাধীন সত্তা থাকে । 

4. তড়িৎ বিশ্লেষণের সময় আয়ন তড়িৎ পরিবহন করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!