ভৌত বিজ্ঞান

সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক

সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক

সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তরকে সমান 100 ভাগে এবং ফারেনহাইট স্কেলে সমান 180 ভাগে ভাগ করা হয় ।
∴ সেলসিয়াস স্কেলের 100 ঘর = ফারেনহাইট স্কেলের 180 ঘর ।
ধরা যাক , সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে কোনাে অজ্ঞাত উষ্ণতার পাঠ যথাক্রমে C এবং F।
সেলসিয়াস স্কেলে C দাগ পর্যন্ত পারদ পৌছানাের অর্থ নিম্ন স্থিরাঙ্ক থেকে ( C – 0 ) বা C ঘর পৌছানাে ।
সেলসিয়াস স্কেলের 1° = প্রাথমিক অন্তরের 1 ÷ 100 ভাগ ।
∴ C সেলসিয়াস ডিগ্রি = প্রাথমিক অন্তরের C ÷ 100 ভাগ ।
ফারেনহাইট স্কেলে F দাগ পর্যন্ত পারদ পৌঁছােনাের অর্থ নিম্ন স্থিরাঙ্ক থেকে ( F – 32 ) ঘর পৌছােনো ।
ফারেনহাইট স্কেলের 1° = প্রাথমিক অন্তরের 1 ÷ 180 ভাগ ।
∴ ( F – 32 ) ফারেনহাইট ডিগ্রি = প্রাথমিক অন্তরের  (F – 32) ÷ 180 ভাগ ।
যেহেতু উষ্ণতা একই ,
∴ C ÷ 100 = (F – 32) ÷ 180
বা, C ÷ 5 = (F – 32) ÷ 9
এটিই সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক ।

3 thoughts on “সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!