তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য

তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য

তাপ

1. তাপ এক প্রকার শক্তি ।
2. অবস্থার পরিবর্তন না হলে তাপ গ্রহণে বস্তুর উষ্ণতা বাড়ে এবং তাপ বর্জনে বস্তুর উষ্ণতা কমে । সুতরাং , তাপ হল উষ্ণতার কারণ ।
3. দুটি বস্তুর উষ্ণতা সমান হলেও তাদের মােট তাপের পরিমাণ ভিন্ন হতে পারে ।
4. গৃহীত তাপ বা বর্জিত তাপ মাপা হয় ক্যালােরিমিটারের সাহায্যে ।
5. অবস্থার পরিবর্তনের সময় বস্তুর মােট তাপের পরিবর্তন হয় ।
6. কোনাে বস্তুর মােট তাপকে পাত্রে রাখা তরলের পরিমাণের সঙ্গে তুলনা করা যেতে পারে ।
7. দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ওদের মােট তাপের ওপর নির্ভর করে না ।

তাপমাত্রা বা উষ্ণতা

1. উষ্ণতা বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা থেকে বােঝা যায় , বস্তুটির সংস্পর্শে অন্য কোনাে বস্তু আনলে সেটি অন্য বস্তুকে তাপ দেবে , না সেটি অন্য বস্তু থেকে তাপ নেবে ।
2. উষ্ণতা হল তাপের ফল ।
3. দুটি বস্তুর তাপের পরিমাণ এক হলেও তাদের উষ্ণতা বিভিন্ন হতে পারে ।
4. উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে ।
5. অবস্থার পরিবর্তনের সময় বস্তুর উষ্ণতা একই থাকে ।
6. বস্তুর উষ্ণতাকে পাত্রে রাখা তরলের উচ্চতার সঙ্গে তুলনা করা যেতে পারে ।
7. দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ওদের উষ্ণতার পার্থক্যের ওপর নির্ভর করে ।

Leave a Reply

Your email address will not be published.

x
error: Content is protected !!