ভৌত বিজ্ঞান

সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল কাকে বলে

সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল কাকে বলে

সেলসিয়াস স্কেল

সুইডিশ বিজ্ঞানী আঁন্দ্রে সেলসিয়াস এই স্কেলের প্রবর্তক । এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ককে 0° এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 100° ধরা হয় । দুই স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে সমান 100 ভাগে ভাগ করা হয় । প্রত্যেক ভাগকে এক ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড ( 1°C ) বলা হয় ।

ফারেনহাইট স্কেল

ফরাসি বিজ্ঞানী গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট এই স্কেলের প্রবর্তক । এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ককে 32° এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 212° ধরা হয় । দুই স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে সমান 180 ভাগে ভাগ করা হয় । প্রত্যেক ভাগকে এক ডিগ্রি ফারেনহাইট ( 1°F ) বলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!