থার্মোমিটারের স্থিরাঙ্ক ও প্রাথমিক অন্তর
Contents
থার্মোমিটারের স্থিরাঙ্ক ও প্রাথমিক অন্তর
থার্মোমিটারের স্থিরাঙ্ক
কোনাে থার্মোমিটারের স্কেল তৈরি করার জন্য যে দুটি নির্দিষ্ট উষ্ণতা ব্যবহার করা হয় , সেই দুটি নির্দিষ্ট উষ্ণতাকে থার্মোমিটারের স্থিরাঙ্ক বলে ।
থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক
প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হয় বা বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় , সেই উষ্ণতাকে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বলে ।
সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0° এবং ফারেনহাইট স্কেলে 32° ।
থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক
প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয় , সেই উষ্ণতাকে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে ।
সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100° এবং ফারেনহাইট স্কেলে 212° ।
প্রাথমিক অন্তর
থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যবর্তী উষ্ণতার ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে ।
সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর = 100 – 0 = 100 সেলসিয়াস ডিগ্রি ।
ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর = 212 – 32 = 180 ফারেনহাইট ডিগ্রি ।