পারদ থার্মোমিটার কাকে বলে
পারদ থার্মোমিটার কাকে বলে
যে থার্মোমিটারে উষ্ণতামাপক পদার্থ হিসেবে পারদ ব্যবহার করা হয় , তাকে পারদ থার্মোমিটার বলে ।

পারদ থার্মোমিটারের গঠন
1. পারদ থার্মোমিটার একটি সর্বত্র সমান ব্যাসের সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট শক্ত কাচের নল ।
2. নলের এক প্রান্ত বন্ধ এবং অপর প্রান্তে একটি পাতলা চোঙাকৃতি কাচের বাল্ব থাকে । ওই বাল্বটি এবং নলের কিছু অংশ পারদে ভর্তি থাকে । নলের বাকি অংশে সামান্য পারদ বাষ্প থাকে ।
3. বন্ধ প্রান্তে একটি ছােটো কুণ্ড থাকে ।
4. উষ্ণতা মাপার জন্য কাচনলের গায়ে উষ্ণতার স্কেল আঁকা থাকে । যে বস্তুর উষ্ণতা মাপতে হবে , থার্মোমিটারের বাল্বটিকে তার সংস্পর্শে রাখা হয় এবং নল বরাবর পারদ যে দাগ পর্যন্ত পৌঁছােয় সেটিই হল বস্তুর উষ্ণতা ।
থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা
অন্যান্য তরল অপেক্ষা থার্মোমিটারে পারদ ব্যবহারের অনেকগুলি সুবিধা আছে । যেমন—
1. উষ্ণতার পরিবর্তনের সঙ্গে পারদের আয়তন পরিবর্তন খুব নিয়মিত ।
2. পরীক্ষাধীন বস্তু থেকে পারদ খুব কম তাপ গ্রহণ করে বলে বস্তুর সঠিক উষ্ণতা নির্দেশ করতে পারে ।
3. পারদের হিমাঙ্ক –39°C এবং স্ফুটনাঙ্ক 357°C । এই বিস্তীর্ণ পাল্লার মধ্যে পারদ থার্মোমিটার দিয়ে উষ্ণতা মাপা যায় ।
4. পারদ সহজেই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় ।
5. পারদ অস্বচ্ছ এবং চকচকে বলে কাচনলের ভেতর পারদকে স্পষ্ট দেখা যায় । ফলে পাঠ নেওয়ার সুবিধে হয় ।
6. বিশুদ্ধ পারদ কাচনলের গায়ে লেগে থাকে না । নলের মধ্যে সহজে ওঠানামা করতে পারে ।
7. পারদ তাপের সুপরিবাহী বলে দ্রুত পরীক্ষাধীন বস্তুর উষ্ণতা লাভ করে ।
8. একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধিতে পারদের আয়তন প্রসারণ সমপরিমাণ অন্যান্য তরলের চেয়ে বেশি । ফলে পারদ থার্মোমিটার দিয়ে সূক্ষ্মভাবে উষ্ণতা মাপা যায় ।