পারমাণবিক ওজন ও ভর সংখ্যার মধ্যে পার্থক্য

পারমাণবিক ওজন ও ভর সংখ্যার মধ্যে পার্থক্য

পারমাণবিক ওজন

1. কোনাে মৌলের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর ওজনের 1/16 অংশের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ওজন বলে । যেমন — 1 টি কার্বন পরমাণু 1 টি অক্সিজেন পরমাণুর ওজনের 1/16 অংশের তুলনায় 12 গুণ ভারী । 

সুতরাং কার্বনের পরমাণবিক ওজন = 12 

2. পারমাণবিক ওজন ভগ্নাংশ হতে পারে ।

3. আইসােটোপ থাকার জন্য মৌলের পারমাণবিক ওজন এবং ভর সংখ্যা সমান হয় না ।

ভর সংখ্যা 

1. কোনাে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রােটন ও নিউট্রনের মােট সংখ্যাকে ভর সংখ্যা বলে । যেমন — কার্বন পরমাণুর নিউক্লিয়াসে 6 টি প্রােটন ও 6 টি নিউট্রন বর্তমান । 

সুতরাং , কার্বন পরমাণুর ভর সংখ্যা = 6 + 6 = 12 

2. ভর সংখ্যা কখনও ভগ্নাংশ হয় না , সর্বদা পূর্ণসংখ্যা হয় । কারণ প্রােটন ও নিউট্রন অবিভাজ্য । নিউক্লিয়াসের প্রােটন ও নিউট্রনের মােট সংখ্যা কখনাে ভগ্নাংশ হতে পারে না । 

3. আইসােটোপ না থাকলে মৌলের পারমাণবিক ওজন ও ভর সংখ্যা সমান হয় । উদাহরণ — সোডিয়াম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!