ভৌত বিজ্ঞান

পারমাণবিক ওজন ও পরমাণুর ওজনের মধ্যে পার্থক্য

পারমাণবিক ওজন ও পরমাণুর ওজনের মধ্যে পার্থক্য

পারমাণবিক ওজন

1. কোনাে মৌলের পারমাণবিক ওজন বলতে ওই মৌলের একটি পরমাণুর প্রকৃত ওজন বােঝায় না । 

2. কোনাে মৌলের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর ওজনের 1/16 অংশের তুলনায় যতগুণ ভারী , সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ওজন বলে । 

3. পারমাণবিক ওজন দুটি ওজনের অনুপাত হওয়ায় এর কোনাে একক নেই , এটি একটি সংখ্যামাত্র । যেমন , হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1.0078 একটি সংখ্যামাত্র ।

পরমাণুর ওজন 

1. কোনাে মৌলের একটি পরমাণুর ওজন বলতে পরমাণুটির সঠিক ভর বা ওজন বােঝায় । 

2. কোনাে মৌলের একটি পরমাণুর ওজন বলতে পরমাণুর মধ্যেকার সব কণাগুলির ভরের যােগফল বােঝায় । 

3. পরমাণুর ওজনের একক আছে । যেমন , হাইড্রোজেনের একটি পরমাণুর প্রকৃত ওজন 1.6725 x 10⁻²⁴ গ্রাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!