আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য
আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য
আইসোটোপ
1. আইসোটোপের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বিভিন্ন ।
2. আইসােটোপগুলি একই মৌলের বিভিন্ন পরমাণু ।
উদাহরণ : 8O¹⁶ এবং 8O¹⁷ পরস্পরের আইসােটোপ । এদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বিভিন্ন ।
আইসোবার
1. আইসোবারের ভর সংখ্যা একই কিন্তু পারমানবিক সংখ্যা বিভিন্ন ।
2. আইসােবারগুলি বিভিন্ন মৌলের পরমাণু ।
উদাহরণ : 18Ar⁴⁰এবং 19K⁴⁰ পরস্পরের আইসােবার । এদের ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা বিভিন্ন ।