আইসোবার ও আইসোটোন কাকে বলে
Contents
আইসোবার ও আইসোটোন কাকে বলে
আইসোবার
যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান , কিন্তু পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রােটন সংখ্যা বিভিন্ন , তাদের আইসােবার বলে ।
আইসোবারের উদাহরণ :
18Ar⁴⁰ , 19K⁴⁰ , 20Ca⁴⁰ — পরমাণুগুলির প্রত্যেকের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা বিভিন্ন । এইজন্য এরা পরস্পরের আইসােবার ।
আইসোটোন
যেসব মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান , কিন্তু প্রােটন সংখ্যা বিভিন্ন , তাদের পরস্পরের আইসােটোন বলে।
আইসোটোন এর উদাহরণ :
15P³¹ -এর ভর সংখ্যা = 31 ; প্রােটন সংখ্যা = 15
∴ নিউট্রন সংখ্যা = 31-15 = 16
16S³² -এর ভর সংখ্যা = 32 ; প্রােটন সংখ্যা = 16
∴ নিউট্রন সংখ্যা = 32 – 16 = 16
এইজন্য 15P³¹ ও 16S³² ー পরস্পরের আইসোটোন।
Gd job 🖤