ভৌত বিজ্ঞান

আইসোবার ও আইসোটোন কাকে বলে

Contents

আইসোবার ও আইসোটোন কাকে বলে

আইসোবার

যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান , কিন্তু পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রােটন সংখ্যা বিভিন্ন , তাদের আইসােবার বলে ।  

আইসোবারের উদাহরণ : 

18Ar⁴⁰ , 19K⁴⁰ , 20Ca⁴⁰  — পরমাণুগুলির প্রত্যেকের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা বিভিন্ন । এইজন্য এরা পরস্পরের আইসােবার । 

আইসোটোন

যেসব মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান , কিন্তু প্রােটন সংখ্যা বিভিন্ন , তাদের পরস্পরের আইসােটোন বলে। 

আইসোটোন এর উদাহরণ : 

15P³¹ -এর ভর সংখ্যা = 31 ; প্রােটন সংখ্যা = 15 

∴ নিউট্রন সংখ্যা = 31-15 = 16 

16S³² -এর ভর সংখ্যা = 32 ; প্রােটন সংখ্যা = 16 

∴ নিউট্রন সংখ্যা = 32 – 16 = 16 

এইজন্য 15P³¹16S³²  ー পরস্পরের আইসোটোন।

One thought on “আইসোবার ও আইসোটোন কাকে বলে

  • Goura Ahsanullah

    Gd job 🖤

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!