পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে
Contents
পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে

কোনাে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রােটন থাকে , সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে । অর্থাৎ ,
পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক = পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মােট প্রােটন সংখ্যা
নিউক্লিয়াসের আধান এর সঙ্গে পারমাণবিক সংখ্যার সম্পর্ক
নিউক্লিয়াসে যতগুলি ধনাত্মক আধান থাকে মৌলের পারমাণবিক সংখ্যা তার সমান হয় ।
ভর সংখ্যা
কোনাে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রােটন এবং নিউট্রনের মােট সংখ্যাকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে । অর্থাৎ ,
ভর সংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা
ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক
আমরা জানি , পরমাণুর ভর সংখ্যা = প্রােটন সংখ্যা + নিউট্রন সংখ্যা । কোনাে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যদি Z সংখ্যক প্রােটন এবং N সংখ্যক নিউট্রন থাকে এবং পরমাণুর ভর সংখ্যা A হয় তবে , A = Z + N
যেহেতু , পারমাণবিক সংখ্যা = প্রােটন সংখ্যা = Z
সুতরাং , ভর সংখ্যা = পারমাণবিক সংখ্যা + নিউট্রন সংখ্যা
অর্থাৎ , পারমাণবিক সংখ্যা ( Z ) = ভর সংখ্যা ( A ) – নিউট্রন সংখ্যা ( N )
পারমাণবিক সংখ্যা কে মৌলের স্বকীয় ধর্ম বলা হয় কেন
পারমাণবিক সংখ্যা হল মৌলের স্বকীয় ধর্ম । কারণ মৌলের রাসায়নিক ধর্ম মৌলের পারমাণবিক সংখ্যার ওপর নির্ভর করে । পারমাণবিক সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসে উপস্থিত প্রােটন সংখ্যা মৌলের প্রকৃতি নির্ধারণ করে । মৌলের পারমাণবিক সংখ্যা পরিবর্তিত হলে মৌলের রাসায়নিক ধর্মেরও পরিবর্তন হয় । ফলে নতুন মৌল সৃষ্ট হয় । সুতরাং , দুটি বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কখনও সমান হয় না । তাই পারমাণবিক সংখ্যা দিয়ে মৌলকে শনাক্ত করা হয় । সুতরাং , পারমাণবিক সংখ্যা হল মৌলের স্বকীয় বা মূলগত ধর্ম ।