ভৌত বিজ্ঞান

পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে

Contents

পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে

300px Bohr atom model.svg
পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক

কোনাে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রােটন থাকে , সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে । অর্থাৎ , 

পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক = পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মােট প্রােটন সংখ্যা

নিউক্লিয়াসের আধান এর সঙ্গে পারমাণবিক সংখ্যার সম্পর্ক

নিউক্লিয়াসে যতগুলি ধনাত্মক আধান থাকে মৌলের পারমাণবিক সংখ্যা তার সমান হয় । 

ভর সংখ্যা

কোনাে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রােটন এবং নিউট্রনের মােট সংখ্যাকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে । অর্থাৎ , 

ভর সংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা

ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক

আমরা জানি , পরমাণুর ভর সংখ্যা = প্রােটন সংখ্যা + নিউট্রন সংখ্যা । কোনাে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যদি Z সংখ্যক প্রােটন এবং N সংখ্যক নিউট্রন থাকে এবং পরমাণুর ভর সংখ্যা A হয় তবে , A = Z + N 

যেহেতু , পারমাণবিক সংখ্যা = প্রােটন সংখ্যা = Z 

সুতরাং , ভর সংখ্যা = পারমাণবিক সংখ্যা + নিউট্রন সংখ্যা 

অর্থাৎ , পারমাণবিক সংখ্যা ( Z ) = ভর সংখ্যা ( A ) নিউট্রন সংখ্যা ( N ) 

পারমাণবিক সংখ্যা কে মৌলের স্বকীয় ধর্ম বলা হয় কেন

পারমাণবিক সংখ্যা হল মৌলের স্বকীয় ধর্ম । কারণ মৌলের রাসায়নিক ধর্ম মৌলের পারমাণবিক সংখ্যার ওপর নির্ভর করে । পারমাণবিক সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসে উপস্থিত প্রােটন সংখ্যা মৌলের প্রকৃতি নির্ধারণ করে । মৌলের পারমাণবিক সংখ্যা পরিবর্তিত হলে মৌলের রাসায়নিক ধর্মেরও পরিবর্তন হয় । ফলে নতুন মৌল সৃষ্ট হয় । সুতরাং , দুটি বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কখনও সমান হয় না । তাই পারমাণবিক সংখ্যা দিয়ে মৌলকে শনাক্ত করা হয় । সুতরাং , পারমাণবিক সংখ্যা হল মৌলের স্বকীয় বা মূলগত ধর্ম । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!