সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের বৈসাদৃশ্য
সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের বৈসাদৃশ্য

সৌরজগতের গঠন
1. সূর্য এবং গ্রহগুলির কোনাে আধান নেই ।
2. বিভিন্ন গ্রহের ভর এবং আয়তন বিভিন্ন ।
3. সূর্য এবং গ্রহগুলির ভর ও আয়তন খুবই বেশি ।
4. মহাকর্ষ বলের প্রভাবে সৌরজগতে গ্রহগুলি সূর্যের চারদিকে ঘােরে ।
5. সৌরজগতের যে কোনাে কক্ষে একটি গ্রহ থাকে ।
6. সৌরজগতের কোনাে কোনাে গ্রহের এক একাধিক উপগ্রহ আছে ।
7. সৌরজগতে গ্রহগুলি নিজের কক্ষপথ কখনও বদলাতে পারে না ।
8. সৌরজগতের গ্রহগুলির কক্ষপথ মােটামুটি একই তলে থাকে ।
পরমাণুর গঠন
1. নিউক্লিয়াস এবং ইলেকট্রন তড়িৎগ্রস্ত কণা ।
2. প্রতিটি ইলেকট্রনের ভর এবং আয়তন সমান ।
3. নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আয়তন ও ভর খুবই ক্ষুদ্র ।
4. স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারদিকে ঘােরে ।
5. পরমাণুতে যে কোনাে কক্ষপথে একাধিক ইলেকট্রন থাকতে পারে ।
6. পরমাণুতে ইলেকট্রনের কোনাে উপ-ইলেকট্রন নেই ।
7. পরমাণুতে ইলেকট্রনগুলি বিশেষ অবস্থানুযায়ী এক কক্ষ থেকে আর এক কক্ষে যেতে পারে ।
৪. পরমাণুতে ইলেকট্রনগুলির কক্ষপথ বিভিন্ন তলে থাকে ।