সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের সাদৃশ্য
সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের সাদৃশ্য

সৌরজগতের গঠন
1. সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি বিভিন্ন কক্ষপথে আবর্তন করে ।
2. সৌরজগতের অধিকাংশ স্থানই ফাঁকা । সমগ্র সৌর জগতের আয়তনের তুলনায় সূর্য ও গ্রহগুলির মােট আয়তন খুবই কম ।
3. সূর্যের ভর যে কোনাে গ্রহের তুলনায় অনেক গুণ বেশি ।
4. সৌরজগতে গ্রহগুলি উপবৃত্তাকার পথে সূর্যকে আবর্তন করে — সূর্য এই উপবৃত্তের ফোকাসে থাকে ।
পরমাণুর গঠন
1.পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে আবর্তন করে ।
2. পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা । পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াস ও ইলেকট্রনগুলির মােট আয়তন খুবই কম ।
3. নিউক্লিয়াসের ভর ইলেকট্রনের তুলনায় বহুগুণ বেশি ।
4. পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করে । নিউক্লিয়াস থাকে বৃত্তের কেন্দ্রে অথবা উপবৃত্তের ফোকাসে ।