ভৌত বিজ্ঞান

নিউক্লিয় বল কাকে বলে

নিউক্লিয় বল কাকে বলে

images 9
নিউক্লিয় বল

নিউট্রন ও প্রােটন কণার মধ্যে অর্থাৎ নিউক্লিয়ন গুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ওদের আবদ্ধ রাখে , সেই বলকে নিউক্লিয় বল বলে ।

নিউক্লিয় বলের বৈশিষ্ট্য বা প্রকৃতি

নিউক্লিয় বলের সঠিক প্রকৃতি সম্বন্ধে বিজ্ঞানীরা এখনও একমত হতে পারেননি । এই বল সম্পর্কে মােটামুটি যে তথ্যগুলি পাওয়া গেছে , তা নিম্নরূপ 一

1. এই বল শুধুই আকর্ষণ বল , এই ধরনের কোনাে বিকর্ষণ বল নেই । মহাকর্ষীয় আকর্ষণ বলের চেয়ে এই বলের মান অনেক বেশি । 

2. এই বল সাধারণ স্থির তড়িৎ বল নয় । 

3. নিউক্লিয়াসের বাইরে এই বলের অস্তিত্ব থাকে না । নিউক্লিয় বলের ক্রিয়ার সর্বাধিক পাল্লা মাত্র 10⁻¹² সেমি ( প্রায় ) । 

4. এই বল দ্বারা নিউক্লিয়নগুলি কেবলমাত্র নিকটবর্তী নিউক্লিয়নগুলির সঙ্গেই আবদ্ধ থাকে , দূরবর্তীগুলির সঙ্গে নয় ।

2 thoughts on “নিউক্লিয় বল কাকে বলে

  • Sk Mubarakali

    I love digiexamguide

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!