ভৌত বিজ্ঞান

প্রোটন ও নিউট্রনের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য

প্রোটন ও নিউট্রনের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য

প্রােটন 

1. প্রোটন ধনাত্মক তড়িৎগ্রস্থ কণা । 

2. প্রােটনের ভর 1.6725 x 10⁻²⁴ গ্রাম অর্থাৎ একটি ইলেকট্রনের ভরের 1837 গুণ । 

3. পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রােটন সংখ্যার ওপর মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে । 

4. একই মৌলের প্রত্যেক পরমাণুর মধ্যে নির্দিষ্ট সংখ্যক প্রােটন থাকে । 

5. সব পরমাণুতে প্রােটন আছে । 

6. প্রােটন গ্যাসকে আয়নিত করতে পারে । 

7. প্রােটন তড়িৎক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় । 

৪. প্রােটনের ভেদন ক্ষমতা খুব কম । 

9. প্রােটন ফোটোগ্রাফিক প্লেটে বিক্রিয়া ঘটায় ।

নিউট্রন 

1. নিউট্রন তড়িৎ নিরপেক্ষ কণা । 

2. নিউট্রনের ভর = 1.675×10⁻²⁴ গ্রাম অর্থাৎ একটি ইলেকট্রনের ভরের 1839 গুণ । 

3. পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রন সংখ্যার ওপর মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে না । নিউট্রন শুধু পরমাণুর ভর বাড়ায় । 

4. একই মৌলের বিভিন্ন পরমাণুর মধ্যে নিউট্রনের সংখ্যা বিভিন্ন হতে পারে । ফলে আইসােটোপের সৃষ্টি হয় । 

5. সব পরমাণুতে নিউট্রন নেই , যেমন সাধারণ হাইড্রোজেন । 

6. নিউট্রন গ্যাসকে আয়নিত করতে পারে না । 

7. নিউট্রন তড়িৎক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না । 

8. নিউট্রনের ভেদন ক্ষমতা খুব বেশি । 

9. নিউট্রন ফোটোগ্রাফিক প্লেটে বিক্রিয়া ঘটায় না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!