ভৌত বিজ্ঞান

ইলেকট্রন ও প্রোটনের মধ্যে পার্থক্য

ইলেকট্রন ও প্রোটনের মধ্যে পার্থক্য 

ইলেকট্রন 

1. ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্থ কণা । 

2. ইলেকট্রনের ভর অতি নগণ্য । একটি ইলেকট্রনের ভর 9.11 x 10⁻²⁸ গ্রাম । 

3. ইলেকট্রনের ব্যাস = 5.6 x 10⁻¹³ সেমি ( প্রায় ) । 

4. ইলেকট্রন পরমাণুর মধ্যে , কিন্তু নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষে আবর্তন করে । 

5. পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রনকে অপসারণ করা যায় । আবার , পরমাণুতে এক বা একাধিক ইলেকট্রন যােগ করা যায় । ইলেকট্রন অপসারিত বা যুক্ত হলে পরমাণু আয়নে রূপান্তরিত হয় কিন্তু কোনাে নতুন মৌলের সৃষ্টি হয় না । 

6. পরমাণুর ভর ইলেকট্রনের সংখ্যার ওপর নির্ভর করে ।

7. ইলেকট্রন পাতলা ধাতব পাত ভেদ করতে পারে ।

প্রােটন 

1. প্রােটন ধনাত্মক তড়িৎগ্রস্থ কণা । 

2. একটি প্রােটনের ভর একটি ইলেকট্রনের ভরের প্রায় 1837 গুণ । একটি প্রােটনের ভর 1.6725 x 10⁻²⁴ গ্রাম । 

3. প্রােটনের ব্যাস = 2.4×10⁻¹³ সেমি ( প্রায় ) । 

4. প্রােটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে । 

5. পরমাণুর নিউক্লিয়াস থেকে প্রােটনকে অপসারণ করা অথবা নিউক্লিয়াসে বাড়তি প্রােটন যােগ করা বিশেষ কষ্টসাধ্য । প্রােটন অপসারিত বা যুক্ত হলে মৌলটি পরিবর্তিত হয়ে নতুন মৌলের সৃষ্টি হয় । 

6. পরমাণুর ভর নিউক্লিয়াসে প্রােটন সংখ্যার ওপর নির্ভর করে । 

7. প্রােটনের ভেদন ক্ষমতা খুব কম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!