ইলেকট্রন ও প্রোটনের মধ্যে সাদৃশ্য

ইলেকট্রন ও প্রোটনের মধ্যে সাদৃশ্য

1. উভয়েই পরমাণুর মূল উপাদান , 

2. উভয়েই স্থায়ী প্রকৃতির প্রাথমিক কণিকা , 

3. উভয়েই তড়িগ্রস্ত কণিকা , 

4. উভয়েরই সংখ্যা প্রত্যেক পরমাণুতে সমান , 

5. উভয়েরই আধানের পরিমাণ 16 x 10⁻¹⁹ কুলম্ব বা 4.8 x 10⁻¹⁰ esu , 

6. উভয়েই তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় , 

7. উভয়েই গ্যাসকে আয়নিত করতে পারে , 

8. উভয়েই ফোটোগ্রাফিক প্লেটে বিক্রিয়া ঘটায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!