ভৌত বিজ্ঞান

ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব ও পরমাণুবাদের গুরুত্ব

Contents

ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব ও পরমাণুবাদের গুরুত্ব

images 8
জন ডাল্টন

ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব

1. প্রতিটি মৌলিক পদার্থ অসংখ্য অবিভাজ্য অতি ক্ষুদ্র নিরেট কণা দ্বারা গঠিত । এই ক্ষুদ্রতম কণার নাম পরমাণু । 

2. কোনাে রাসায়নিক বিক্রিয়া দ্বারা পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না । 

3. একই মৌলিক পদার্থের প্রতিটি পরমাণুর ভর ও ধর্ম একই হয় । 

4. বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলির ভর ও ধর্ম বিভিন্ন হয় । 

5. রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে ।

ডাল্টনের পরমাণুবাদের গুরুত্ব 

1. ডাল্টনের পরমাণুবাদ সর্বপ্রথম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হিসেবে পরমাণুর ধারণা ব্যক্ত করে রসায়ন বিজ্ঞানকে যথার্থভাবে বিজ্ঞানভিত্তিক করতে সাহায্য করেছে । 

2. পরমাণুবাদ থেকে জানা যায় , বিভিন্ন মৌলের পরমাণুগুলি কী নিয়মে পরস্পর সংযুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করে ।  

3. পরমাণুবাদ দ্বারা ভরের নিত্যতা সূত্র এবং অন্যান্য রাসায়নিক সংযােগসূত্রগুলি ব্যাখ্যা করা যায় । 

4. ডাল্টনের পরমাণুবাদ থেকেই অ্যাভোগাড্রো প্রকল্পের উদ্ভব এবং অণুর ধারণা করা সম্ভব হয় ।

ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি বা সীমাবদ্ধতা

1. পরমাণুমাত্রই নিরেট অবিভাজ্য কণা দ্বারা গঠিত – ডাল্টনের এই সিদ্ধান্ত বর্তমানে সঠিক নয় । এখন জানা গেছে , পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুর মধ্যে ইলেকট্রন , প্রােটন , নিউট্রন এবং আরও কয়েকটি আদি কণা থাকে । 

2. একই মৌলের পরমাণুগুলির ভর ও ধর্ম সর্বদা একই থাকে বলে ডাল্টন যে সিদ্ধান্ত করেন — সেটি সঠিক নয় । আইসােটোপ আবিষ্কারের পর জানা গেছে যে একই মৌলের পরমাণুগুলির ভর ও ভৌত ধর্ম আলাদা হতে পারে । 

3. ডাল্টন পরমাণুর ধারণা করেন । তিনি মৌলিক বা যৌগিক অণুর ধারণা করতে পারেননি । তাই যৌগের ক্ষুদ্রতম কণাকেও তিনি পরমাণু হিসেবে ধরেন । 

4. বর্তমানে ইউরেনিয়ামের মতাে ভারী মৌলের পরমাণু ভেঙে একাধিক হালকা মৌলের পরমাণু উৎপন্ন করা হয় । আবার , অতি উচ্চ তাপমাত্রায় একাধিক হাইড্রোজেন পরমাণুর সংযােজনের ফলে নতুন মৌল গঠিত হয় । অর্থাৎ , পরমাণু ভাঙাও যায় আবার সৃষ্টি করা যায় । পরমাণুবাদ গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রের ব্যাখ্যা দিতে পারে না । 

One thought on “ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব ও পরমাণুবাদের গুরুত্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!