ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ
Contents
ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ

ক্রিপস মিশন বা ক্রিপস্ প্রস্তাব শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল , কারণ —
পূর্ণ স্বাধীনতা দানের অনুল্লেখ
এই প্রস্তাবটিতে পূর্ণ স্বাধীনতাদানের কোনাে উল্লেখ ছিল না । ব্রিটিশ সরকার , বিশেষত চার্চিলের অনিচ্ছুক মনােভাব এই প্রস্তাবকে ব্যর্থ করেছিল । তিনি কখনােই চাননি ভারত স্বাধীন হােক । আসলে এটি ছিল লােক – দেখানাে কৌশলমাত্র ।
সংবিধান সভা কেন্দ্রিক সমস্যা
ক্রিপস্ প্রস্তাবগুলিতে সংবিধান সভায় ভারতীয় প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের দ্বারা নিয়ােগের কথা কিছু বলা হয়নি । এ ছাড়াও এই প্রস্তাবের দ্বারা সংবিধান সভাকে সার্বভৌম ক্ষমতা না দেওয়ায় হিন্দু মহাসভা , লিবারেল পার্টি প্রভৃতি দলও ক্রিপস্ প্রস্তাবের কঠোর সমালােচনা করে ।
ভারত বিভাজনের ইঙ্গিত
ক্রিপস্ প্রস্তাবে দেশীয় রাজ্যগুলির নয় কোটি মানুষের ভাগ্য দেশীয় রাজন্যবর্গের ইচ্ছা – অনিচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয় । যা আসলে প্রচ্ছন্নভাবে ভারত বিভাজনেরই ইঙ্গিত দেয় । তাই জাতীয় কংগ্রেস এই প্রস্তাবের তীব্র বিরােধিতা করে । গান্ধীজী এই প্রস্তাবের সমালােচনা করে বলেন— “ এই প্রস্তাবটি ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের ওপর ফেলপড়া এক চেক কাটার শামিল ( A postdated cheque on a crushing bank ) ।
সর্বজনীন গ্রহণযোগ্যতার অভাব
ভারতের বিভিন্ন জাতিগােষ্ঠীগুলির কাছে অর্থাৎ হিন্দু , শিখ , মুসলিম , অনুন্নত সম্প্রদায় — কারও কাছেই এই প্রস্তাব গ্রহণযােগ্য ছিল না । তাই এই প্রস্তাব ব্যর্থ হয়েছিল ।
উপসংহার
ভারতবাসী ক্রিপস্ প্রস্তাবের যেভাবে বিরােধিতা করেছিল তাতে ব্রিটিশ বুঝেছিল এদেশে তাদের দিন ফুরিয়ে আসছে । ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাসকি বলেছেন — এই প্রস্তাব ব্যর্থ হওয়ার জন্য সেসময়কার ব্রিটিশ রাজনীতি দায়ী ছিল । ড. বিপান চন্দ্র ও এই মত সমর্থন করে বলেছেন — চার্চিল , আমেরি , লিনলিথগাে ও ওয়াভেল কেউই চাননি যে ক্রিপস্ সফল হন ।