ক্রিপস মিশন প্রস্তাব সম্পর্কে ভারতীয়দের প্রতিক্রিয়া

ক্রিপস মিশন প্রস্তাব সম্পর্কে ভারতীয়দের প্রতিক্রিয়া

index 25
ক্রিপস মিশন

ক্রিপস্ মিশনের প্রস্তাবগুলি ভারতীয় নেতৃবৃন্দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল । বিভিন্ন দিক থেকে প্রস্তাবগুলির বিরূপ সমালােচনা করে রাজনৈতিক দলগুলি সেগুলির গ্রহণযোগ্যতাকে নস্যাৎ করে দেয় । ফলে ২৯ মার্চ ( ১৯৪২ খ্রি. ) এক সাংবাদিক সম্মেলনে ক্রিপস্ যেমন খসড়া প্রস্তাবগুলি সর্বজন – সমুখে পেশ করেছিলেন , ঠিক তেমনি ১১ এপ্রিল আর এক সাংবাদিক সম্মেলনে সেগুলি সরাসরি প্রত্যাহার করে নিয়ে লন্ডন যাত্রা করেন । এখন রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিক্রিয়ার ধরন লক্ষ্য করা যাক— 

কংগ্রেসের প্রতিক্রিয়া 

ঐক্যবদ্ধ স্বাধীন ভারতের স্থলে বহুধাবিভক্ত ভারতের অর্থাৎ দেশ বিভাগের সম্ভাবনাকে প্রশ্রয় দেওয়ায় ক্রিপস্ প্রস্তাবের তীব্র বিরােধিতা করে কংগ্রেস তা প্রত্যাখ্যান করে । 

মুসলিম লীগের প্রতিক্রিয়া

লীগের প্রতিক্রিয়া ছিল অবশ্য দু’রকমের — সন্তোষজনক , আবার হতাশাব্যঞ্জক । প্রদেশগুলিকে ভারত – যুক্তরাষ্ট্রে যােগ দেওয়া বা না দেওয়ার স্বাধীনতা দেওয়ায় লীগ খুশি হলেও স্বাধীন মুসলিম রাষ্ট্রের অর্থাৎ ‘ পাকিস্তান ’ দাবি স্বীকৃত না হওয়ায় , সে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে । 

শিখ সম্প্রদায়ের প্রতিক্রিয়া 

ভারতীয় শিখ সম্প্রদায়ও ক্রিপস্ প্রস্তাব মেনে নিতে পারেনি । তাদের আশঙ্কা ছিল পাঞ্জাবের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে গেলে শিখদের স্বার্থ বিপন্ন হয়ে পড়বে । 

হরিজন সম্প্রদায়ের প্রতিক্রিয়া 

হরিজন সম্প্রদায়ের নেতা আম্বেদকর এই ভেবে অসন্তোষ প্রকাশ করেন যে , ক্রিপস্ প্রস্তাব কার্যকরী হলে বর্ণ হিন্দু সম্প্রদায়ের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হবে । 

এইভাবে ক্রিপস্ প্রস্তাব সম্পর্কে ভারতীয়দের তীব্র প্রতিক্রিয়া একদিকে যেমন মিশনের ব্যর্থতাকে প্রকট করে তােলে , অন্যদিকে তেমনি ব্রিটিশকে বুঝিয়ে দেয় যে , এদেশে তাদের দিন ফুরিয়ে এসেছে ।

Leave a Reply

Your email address will not be published.

x
error: Content is protected !!