ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি ছিল
ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি ছিল

ক্রিপস্ মিশনের প্রস্তাবগুলি ছিল —
1. যুদ্ধ শেষ হওয়ার অব্যবহিত পরেই ভারতে একটি যুক্তরাষ্ট্র ( Union ) প্রতিষ্ঠা করা হবে ।
2. ওই যুক্তরাষ্ট্রকে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অধিকার ‘ ডােমিনিয়ন ‘- এর মর্যাদা দান করা হবে ।
3. যুদ্ধশেষে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে গঠিত গণপরিষদ রচিত সংবিধান প্রবর্তন করা হবে ।
4. অবিলম্বে ভারতীয় নেতৃবৃন্দকে বড়ােলটের শাসন পরিষদে অংশগ্রহণ ও আন্তর্জাতিক সম্মেলনগুলিতে প্রতিনিধি হিসেবে যােগদানের সুযােগ দেওয়া হবে ।
5. সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য স্বতন্ত্র সংবিধান চালু হবে ।
6. কোনাে প্রদেশের গণপরিষদ রচিত সংবিধান পছন্দ না হলে সেই প্রদেশটি ভারতীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারবে ।
7. সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ব্রিটিশ সরকার ভারতীয়দের নিরাপত্তার দায়িত্ব নেবে । বিনিময়ে তারা ভারতের সম্পদ ব্যবহার করবে ।
মূল্যায়ন
ক্রিপস্ প্রস্তাব আসলে ভারতবাসীর কাছে প্রতারণা ছাড়া আর কিছুই নয় । ভারতের অর্থ ও মানব সম্পদকে কাজে লাগিয়ে ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজেকে বিজয়ীর আসনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল । যুদ্ধ শেষ হতেই তাই ব্রিটিশ সাম্রাজ্যবাদের মুখােশ খুলে যায় । জওহরলাল নেহরু এ প্রসঙ্গে বলেন , যখনই প্রস্তাবগুলি আমি প্রথম পড়লাম , আমি ভীষণভাবে হতাশ হয়েছিলাম ( ‘When I read these proposals for the first time , । was profoundly depressed ‘ )।