ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল
Contents
ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতের ব্রিটিশ সরকার ভারতবাসীর আর্থিক ও সামরিক সাহায্য প্রার্থনা করে । যদিও কংগ্রেস এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় , ফলে এক রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয় । এই পরিস্থিতিতে ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এর নেতৃত্বে ক্রিপস্ মিশন ভারতে আসে ( ১৯৪২ খ্রি. ) ও এক প্রস্তাব পেশ করে যা ক্রিপস্ প্রস্তাব নামে পরিচিত । ক্রিপস্ প্রস্তাব সম্পর্কে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন — আমাদের সততা প্রমাণের জন্যই ক্রিপস মিশন অপরিহার্য ( ‘ The Cripps ‘ Mission is indispensable to prove our honesty of purpose ‘ ) |
ক্রিপস মিশনের ভারতে আসার পটভূমি বা কারণ গুলি ছিল 一
জাপানি আক্রমণ প্রতিরোধ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ( ১৯৪১ খ্রি. ৭ ডিসেম্বর ) জাপান হাওয়াই দ্বীপপুঞ্জের পার্লহারবারে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করে অক্ষশক্তির পক্ষে যুদ্ধে যােগদান করলে বিশ্ব রাজনীতিতে এক গুরুতর পরিবর্তন ঘটে । একে একে ফিলিপাইন , ইন্দোচিন , ইন্দোনেশিয়া , মালয় ও ব্রহ্মদেশ বিধ্বস্ত করে ( ১৯৪২ খ্রিস্টাব্দের ৮ মার্চ ) জাপান ভারতের নিকটে এসে হাজির হয় । এই পরিস্থিতিতে জাপানি আক্রমণের মােকাবিলায় ভারতবাসীর সক্রিয় সাহায্য লাভের আশায় ব্রিটিশ সরকার ব্যগ্র ওঠে ।
প্রভাবশালী নেতৃবৃন্দ এর চাপ
মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট , ব্রিটেনের শ্রমিক দলের ( Labour Party ) নেতা ক্লিমেন্ট এটলি ও অন্যান্য ব্রিটিশ রাজনীতিবিদগণ যুদ্ধে ভারতীয়দের সাহায্য নেওয়ার কথা বলেন । ভারতবাসীকে স্বায়ত্তশাসন ও স্বাধীনতা প্রদানের ব্যাপারে প্রতিশ্রুতি ঘােষণার জন্য তারা ব্রিটিশ কর্তৃপক্ষকে চাপ দেন । চিনের রাষ্ট্রপতি চিয়াং কাইশেকও ভারতীয়দের স্বাধীনতার দাবিকে সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে অনুরােধ জানান ।
ভারতের শাসনতান্ত্রিক অচলাবস্থা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতে ব্রিটিশ বিরােধী গণবিদ্রোহ শুরু হলে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দেয় । অপরদিকে মিত্রপক্ষ ভুক্ত ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গনে তার ঔপনিবেশিক শক্তিকে ব্যবহার করার সিদ্ধান্ত নিলে ভারতের সহযােগিতার প্রয়ােজনীয়তা অনুভব করে । এই লক্ষ্য নিয়েই যুদ্ধকালীন ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য ক্রিপস্ তার একগুচ্ছ প্রস্তাব নিয়ে ভারতে আসেন ।