ইতিহাস

প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল

প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল

১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সােফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভাে পরিদর্শনে গেলে দুজনেই সেখানকার গুপ্ত সমিতি ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অব ডেথ – এর সদস্য ন্যাভরিলাে প্রিন্সেপ – এর হাতে নিহত হন । এই হত্যাকাণ্ডে সার্বিয়ার ইন্ধন আছে অভিযােগ করে অস্ট্রিয়া সার্বিয়াকে এক চরমপত্র দেয় এবং তার দাবি পূরণের জন্য মাত্র ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয় । এই চরমপত্রে দাবি করা হয়— 

( i ) সার্বিয়া সরকারকে অস্ট্রিয়া বিরােধী প্রচার বন্ধ করতে হবে ; 

( ii ) অস্ট্রিয়ার দুজন রাজকর্মচারীকে সার্বিয়াতে তদন্তের সুযােগ দিতে হবে ; 

( iii ) অস্ট্রিয়া বিরােধী সব ব্যক্তিকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে ; 

( iv ) এই হত্যাকাণ্ডকে নিন্দা করতে হবে ইত্যাদি । 

সার্বভৌমত্ব ক্ষুন্ন হবে না এমন শর্তগুলি পূরণ করতে সার্বিয়া রাজি হয় । কিন্তু অন্য শর্তগুলি পরবর্তী আন্তর্জাতিক বৈঠকে মীমাংসা করা হবে বলে সার্বিয়া জানায় । এতে সন্তুষ্ট না হয়ে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে । ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই অস্ট্রিয়ার সেনাবাহিনী সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে ত্রি-শক্তি আঁতাতের শর্তানুযায়ী রাশিয়া ও ফ্রান্স সার্বিয়ার পক্ষে যােগ দেয় । অপর দিকে ত্রি-শক্তি মৈত্রীর শর্তানুযায়ী জার্মানি অস্ট্রিয়ার পক্ষে যােগ দেয় । এরপর জার্মানি নিরপেক্ষ দেশ বেলজিয়াম আক্রমণ করলে রাশিয়া , ইংল্যান্ড , ফ্রান্স একযােগে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করে । এইভাবে অস্ট্রিয়া সার্বিয়ার যুদ্ধ ক্রমশ প্রথম বিশ্বযুদ্ধের রূপ নেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!