ইয়ং ইতালি আন্দোলন
Contents
ইয়ং ইতালি আন্দোলন
জোসেফ ম্যাৎসিনি দক্ষিণ ফ্রান্সের মার্সাইতে ১৮৩২ খ্রিস্টাব্দে ইয়ং ইতালি নামক একটি গুপ্ত সমিতি গঠন করেন । তাঁর প্রতিষ্ঠিত এই দলটি ছিল মূলত একটি যুব সংগঠন । ৪০ বছর বয়স পর্যন্ত যে – কেউ এই দলের সদস্য হতে পারত । এই দলের জন্য তৈরি পতাকার একদিকে লেখা ছিল স্বাধীনতা ও ঐক্য । অন্যদিকে ছিল গণতন্ত্র , সাম্য ও মানবতা ।

ইয়ং ইতালি আন্দোলনের আদর্শ
ঐক্যবদ্ধ ইতালি :
ম্যাৎসিনির নেতৃত্বে গড়ে ওঠা ইয়ং ইতালি দলের আদর্শ ছিল ঐক্যবদ্ধ ইতালি গঠন করা ।
জাতীয়তাবােধ জাগরণ :
এই দলের আদর্শ ছিল শিক্ষার প্রচার ও প্রসার ঘটানাে । আত্মত্যাগ ও কর্তব্যপালনের দ্বারা জাতীয়তাবােধের ভাবধারার প্রসার ঘটানাে ।
যুবশক্তির ওপর আস্থা :
এই দল বিশ্বাস করত — যুব শক্তির ওপর ভিত্তি করেই নতুন ইতালি গড়ে উঠবে । এই দলের আদর্শের মূল ভিত্তি ছিল — ঈশ্বর , জনগণ ও মানবতাবাদ । ম্যাৎসিনি এই দলের আদর্শ তুলে ধরে বলেন — ঐক্যবদ্ধ স্বাধীন প্রজাতান্ত্রিক ইতালির জন্য নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করবো (‘ To dedicate myself wholly and forever to the task of constituting a free independent and republican Italy ’)।
ইয়ং ইতালি আন্দোলনের কর্মপন্থা
অস্ট্রিয়ার প্রাধান্য দূর করা :
ইতালি থেকে অস্ট্রিয়ার প্রাধান্য দূর করতে হবে।
নিজ শক্তিতে বলীয়ান হওয়া :
পােপ এবং বুরবোঁ শাসন থেকে মুক্ত হতে হলে পরমুখাপেক্ষী না থেকে নিজেদের শক্তির ওপর নির্ভর করেই ঐক্যবদ্ধ হতে হবে ।
সার্বভৌমত্ব প্রতিষ্ঠা :
জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে ।
বিভিন্ন বিভেদ দূর করা :
ইতালিকে প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তুলে সমাজ থেকে প্রাদেশিকতা ও আঞ্চলিকতার বিভেদ দূর করতে হবে । ম্যাৎসিনি বলেন — সমগ্র ইতালি ও সকল ইতালিবাসীর নামে আন্দোলন করাে , অন্য কোনাে নামে নয় (‘ Never rise in any other name than that of Italy and of all Italy ’) ।
মূল্যায়ন
ইয়ং ইতালি দল আঞ্চলিকতাবাদ ও প্রাদেশিকতার মােহে আচ্ছন্ন ইতালিবাসীর মনে প্রথম জাতীয় ঐক্য ও চেতনার বােধন ঘটায় ।