ইতিহাস

প্লোমবিয়ার্সের চুক্তি

Contents

প্লোমবিয়ার্সের চুক্তি

ক্রিমিয়ার যুদ্ধ ( ১৮৫৪-১৮৫৬ খ্রি. ) শেষ হলে ক্যাভুর ইতালির সমস্যা সমাধানের লক্ষ্যে তৃতীয় নেপােলিয়নের সাহায্য চান । এরপর প্যারিস শান্তি সম্মেলনে ক্যাভুর ইতালির সমস্যা তুলে ধরেন । ১৮৫৮ খ্রিস্টাব্দের প্রথমদিকে ইতালির বিপ্লবী তথা কার্বোনারি আন্দোলন চলাকালীন তৃতীয় নেপােলিয়নের সহকারী অরসিনি ( Orsini ) সম্রাট তৃতীয় নেপােলিয়ন ও তার স্ত্রীকে হত্যার ব্যর্থ চেষ্টা করে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন । মৃত্যুর আগে অরসিনি ফরাসি সম্রাটকে ইতালির স্বাধীনতার পক্ষে যে মর্মস্পর্শী আবেদন জানান তা দ্বিধাগ্রস্ত সম্রাট তৃতীয় নেপােলিয়নের হৃদয় ছুঁয়ে যায় । তিনি ক্যাভুরের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন ।

unnamed 1
প্লোমবিয়ার্সের চুক্তি

প্লোমবিয়ার্সের চুক্তি স্বাক্ষর

১৮৫৮ খ্রিস্টাব্দের জুলাই মাসে পিডমন্টের প্রধানমন্ত্রী কাউন্ট ক্যামিলাে বেনসাে ডি ক্যাভুর ও ফরাসি সম্রাট তৃতীয় নেপােলিয়নের মধ্যে ফ্রান্সের ভঝ ( Vosges ) প্রদেশের প্লোমবিয়ার্স নামক স্থানে এক গােপন চুক্তি স্বাক্ষরিত হয় যা প্লোমবিয়ার্সের চুক্তি নামে পরিচিত । গর্ডন ক্রেইগ  আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তির গুরুত্ব প্রসঙ্গে বলেছেন — এটি ছিল যুদ্ধ বাঁধানাের জন্য একটি উদ্দেশ্যমূলক কাজ (‘ It was a deliberate attempt to manufacture a war ’) ।

প্লোমবিয়ার্সের চুক্তির শর্ত

প্লোমবিয়ার্সের গােপন চুক্তির মূল শর্তগুলি ছিল এরকম—

ফ্রান্সের সাহায্যদান :

ইতালির ঐক্য আন্দোলনে ফ্রান্স অস্ট্রিয়ার বিরুদ্ধে পিডমন্টকে সামরিকসহ সমস্ত সাহায্য দেবে । অবশ্য অস্ট্রিয়া প্রথমে আক্রমণ করলে তবেই সাহায্য দেওয়া হবে বলা হয় ।

স্যাভয় ও নিস্ প্রত্যর্পণ :

ইতালিকে সাহায্যের বিনিময়ে স্যাভয় ও নিস অঞ্চল ফ্রান্সের হাতে তুলে দেওয়া হবে ।

তৃতীয় নেপােলিয়নের দায়িত্ব :

পিডমন্ট ও সার্ডিনিয়ার সঙ্গে উত্তর ইতালির লম্বার্ডি ও ভেনেসিয়া যুক্ত করার দায়িত্ব থাকবে তৃতীয় নেপােলিয়নের ওপর।

ক্যাভুরের দায়িত্ব :

অস্ট্রিয়ার সঙ্গে সংঘর্ষের এক যুক্তিসংগত কারণ বা সুযােগ তৈরির দায়িত্ব ক্যাভুরের ।

পােপের অধিকার :

টাস্কানি , মডেনা ও পােপের রাজ্যের কিছুটা নিয়ে মধ্য ইতালিতে একটি ঐক্যবদ্ধ রাজ্য গড়ে তােলা হবে । বাকি অংশে পােপের অধিকার থাকবে । এ ছাড়াও নেপলস ও সিসিলিতে আগের মতােই স্থিতাবস্থা বজায় থাকবে ।

বৈবাহিক সম্পর্ক :

পিডমন্টের রাজা ভিক্টর ইমান্যুয়েলের কন্যা ক্লটিলডের সঙ্গে তৃতীয় নেপােলিয়নের ভ্রাতুস্পুত্র জেরােমের বিবাহ হবে ।

উপসংহার

প্লোমবিয়ার্সের সন্ধির পর দেশে ফিরে এসে ক্যাভুর অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দেন এবং অস্ট্রিয়াকে যুদ্ধের জন্য প্ররােচিত করতে থাকেন । ফলে উত্তেজিত হয়ে অস্ট্রিয়া যুদ্ধ ঘােষণা করলে ( ১৮৫৯ খ্রি. এপ্রিল ) ফরাসিবাহিনী পিডমন্ট – সার্ডিনিয়ার বাহিনীর সঙ্গে একজোট হয়ে ম্যাজেল্টা ও সলফেরিনাের যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে । এর ফলে লম্বার্ডি ও মিলান ইতালিভুক্ত হয় । কিন্তু এই যুদ্ধজয়ের ফলেই ফ্রান্সবাসীর তীব্র প্রতিক্রিয়ার মাধ্যমে নেপােলিয়ন অনুভব করেন — ইতালির শক্তিবৃদ্ধি হলে ফ্রান্সের বিপদ বাড়তে পারে ।

One thought on “প্লোমবিয়ার্সের চুক্তি

  • Bibek singha

    Very good but it should be more knowledgeable. No problem keep it up..

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!