ইতিহাস

ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অব ইউরোপ

Contents

ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অব ইউরোপ

ইংল্যান্ড , অস্ট্রিয়া , রাশিয়াপ্রাশিয়া — ভিয়েনা সম্মেলনের এই চার বৃহৎ শক্তি ফরাসি বিপ্লবের ভাবধারা যাতে ইউরােপের শান্তি বিঘ্নিত করতে না পারে সেইজন্য নিজেদের মধ্যে একটি চুক্তি সম্পাদন করে । চতুঃশক্তি মৈত্রী নামে পরিচিত এই চুক্তিকে ভিত্তি করে ইউরােপীয় রাষ্ট্রগুলির মধ্যে যে মিলননীতি স্থাপিত হয় , ইতিহাসে তা ইউরােপীয় শক্তি সমবায় বা কনসার্ট অব ইউরােপ ( ১৮১৫ খ্রি. ) নামে খ্যাত । পরে ফ্রান্স এই শক্তি সমবায়ে যােগ দেয় ।

Chapter23 TheConcertofEurope
কনসার্ট অব ইউরােপ

ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অব ইউরোপ এর উদ্দেশ্য

  1. ইউরােপীয় শক্তি সমবায় গঠনের মধ্যে দিয়ে ইউরােপের বিভিন্ন দেশের জাতীয়তাবাদী আন্দোলনগুলিকে স্তব্ধ করে দেবার চেষ্টা করা হয় ।
  2. ফরাসি বিপ্লবের অব্যবহিত পরে নেপােলিয়নের রক্তক্ষয়ী যুদ্ধগুলি ইউরােপ জুড়ে যে অশান্তির পরিবেশ সৃষ্টি করেছিল তা থেকে রেহাই পাওয়ার জন্য গঠিত হয় কনসার্ট অব ইউরােপ ।
  3. এই সংগঠন চেয়েছিল ইউরােপীয় রাজবংশগুলিকে যথাযথভাবে টিকিয়ে রাখতে ।

কর্তব্য

শক্তি সমবায়ের কর্তব্য বিশ্লেষণে দেখা যায় —

যুদ্ধ পরিস্থিতিতে হস্তক্ষেপ :

যুদ্ধবাঁধার সম্ভাবনা রয়েছে এমন ক্ষেত্রে যুদ্ধবিরতির জন্য শক্তি সমবায় হস্তক্ষেপ করবে ।

হস্তক্ষেপ না করা :

অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে শক্তি সমবায় হস্তক্ষেপ করবে না ।

শান্তিরক্ষার্থে :

ক্ষুদ্র রাষ্ট্রগুলির সমস্যা সমাধানের ক্ষেত্রে শক্তি সমবায় শান্তিরক্ষকের দায়িত্ব পালন করবে ।

বিভিন্ন অধিবেশন :

প্রথম অধিবেশন : 

ইউরােপীয় শক্তি সমবায় মােট দশ বছর ( ১৮১৫-১৮২৫ খ্রি. ) টিকে ছিল । ভিয়েনা কংগ্রেসের তিন বছর বাদে আই ল্য শ্যাপেলে শক্তি সমবায়ের প্রথম অধিবেশন বসে ( ১৮১৮ খ্রি. ) । এই অধিবেশনে ফ্রান্স থেকে বিদেশি সেনাবাহিনী প্রত্যাহার , ফ্রান্সকে শক্তি সমবায়ের সদস্যপদ দান এবং দাসপ্রথা , উত্তর আফ্রিকার বারবেরির জলদস্যু সমস্যা , আন্তর্জাতিক নৌপরিবহন , নিরস্ত্রীকরণ ইত্যাদি সমস্যা নিয়ে আলােচনা করা হয়।

দ্বিতীয় অধিবেশন :

শক্তি সমবায়ের দ্বিতীয় অধিবেশন বসে ট্রপাে শহরে ( ১৮২০ খ্রি. ) । রাশিয়া এই সম্মেলনে এক প্রস্তাব উত্থাপন করে বলে যে , প্রতিষ্ঠিত কোনাে রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘােষণা হলে তা দমনের জন্য শক্তি সমবায়ের হস্তক্ষেপ করা উচিত । কিন্তু ইংল্যান্ড ও ফ্রান্স এই প্রস্তাবের বিরােধিতা করে ।

তৃতীয় , চতুর্থ ও পঞ্চম অধিবেশন :

লাইপেকে তৃতীয় ( ১৮২১ খ্রি. ) ও ভেবােনায় শক্তি সমবায়ের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয় । তৃতীয় সম্মেলনে অস্ট্রিয়াকে নেপলস ও পিডমন্টের বিদ্রোহ দমনের অধিকার দেওয়া হয় । আর চতুর্থ অধিবেশনে স্পেনের ওপর হস্তক্ষেপের সিদ্ধান্ত গৃহীত হয় । ১৮২৫ খ্রিস্টাব্দে সেন্ট পিটার্সবার্গে শক্তি সমবায়ের পঞ্চম অধিবেশন অনুষ্ঠিত হয় । এই শেষ অধিবেশনটিতে গ্রিসের স্বাধীনতা নিয়ে আলােচনা হয়েছিল ।

ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অব ইউরোপ এর ব্যর্থতার কারণ

ইউরােপীয় শক্তি সমবায় ব‍্যর্থ হয়েছিল কয়েকটি কারণে —

মতাদর্শগত বিরােধ :

বিভিন্ন সদস্য রাষ্ট্রগুলির মধ্যে মতাদর্শগত বিরােধ শক্তি সমবায়ের পতনের অন্যতম কারণ ছিল । ইংল্যান্ড ও ফ্রান্স গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী হলেও অস্ট্রিয়া , প্রাশিয়া ও রাশিয়া ছিল রক্ষণশীল স্বৈরতন্ত্রে বিশ্বাসী ।

স্বতন্ত্র জাতীয় স্বার্থ :

আলাদা আলাদা জাতীয় স্বার্থ শক্তি সমবায়ের উদ্দেশ্যকে সফল হতে দেয়নি । প্রাশিয়ার স্বার্থ ছিল বলকানকেন্দ্রিক , ফ্রান্সের স্বার্থ ছিল স্পেনভিত্তিক , অস্ট্রিয়ার স্বার্থ ছিল জার্মানি ও ইতালিকেন্দ্রিক ।

পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস :

পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস এই সংগঠনটির পতনকে ত্বরান্বিত করেছিল বলা চলে ।

লক্ষ্যের বিভিন্নতা :

ইংল্যান্ড ও ফ্রান্স সীমিতভাবে হলেও উদারনৈতিক আন্দোলন ও সামাজিক পরিবর্তনের পক্ষপাতী ছিল , কিন্তু রক্ষণশীল স্বৈরতান্ত্রিক তিন দেশ চেয়েছিল প্রগতিশীল উদারনৈতিক ও গণতান্ত্রিক আদর্শের বিরােধিতার মাধ্যমে শক্তি সমবায়কে পরিচালিত করতে ।

ইংল্যান্ডের বিরােধিতা :

ইংল্যান্ড স্পেনে , ফ্রান্সের হস্তক্ষেপের বিরােধিতা করে । কিন্তু তা অগ্রাহ্য হওয়ায় সে শক্তি সমবায়ের চতুর্থ অধিবেশন ভেরােনা বৈঠক থেকে সরে দাঁড়ায় ।

মূল্যায়ন :

ইউরােপীয় শক্তি সংঘ শেষপর্যন্ত ব্যর্থ হলেও এর কৃতিত্বকে সম্পূর্ণরূপে অস্বীকার করা যায় না । এই সংগঠনটি ব্যক্তিগত বৈঠক ও পারস্পরিক আস্থা অর্জনে যেভাবে সচেষ্ট ছিল তা অবশ্যই প্রসংশনীয় । আন্তর্জাতিক কূটনৈতিক সমস্যার সমাধানে যৌথ প্রচেষ্টাকে কাজে লাগানাের সদিচ্ছার প্রতিফলন দেখা যায় এর কাজের মধ্যে । এর মাধ্যমেই পরবর্তী শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে ইউরােপীয় শক্তি সমবায় তার গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!