ইতিহাস

সি আর ফর্মুলা কি

Contents

সি আর ফর্মুলা কি

index 28
সি আর ফর্মুলা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও মুসলিম লিগ তার ‘ পাকিস্তান ’ দাবিতে অনড় ছিল । ১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়াে আন্দোলনের সময়েও মুসলিম লিগ ‘ পাকিস্তান ’ রাষ্ট্রগঠনের দিকে অগ্রসর হয়েছিল । এ অবস্থায় জিন্নার দাবি মােটামুটি মেনে নিয়েও গান্ধী অনুগামী মাদ্রাজের চক্রবর্তী রাজাগোপালাচারী ভারতকে দ্বিধাবিভক্ত করার চেষ্টা থেকে রক্ষা করবার জন্য ১৯৪৪ খ্রিস্টাব্দের মার্চ মাসে এক সমাধান সূত্র প্রকাশ করেন । যা রাজাজি সূত্র বা সি আর ফর্মুলা নামে পরিচিত । 

সি আর ফর্মুলা / রাজাজি সূত্র এর প্রস্তাব

রাজাজি সূত্র বা সি আর ফর্মুলার প্রস্তাবে বলা হয় 一

1. কংগ্রেসের স্বাধীনতার দাবি মেনে নিয়ে মুসলিম লিগ একসঙ্গে অন্তর্বর্তী সরকার গঠন করবে । 

2. বিশ্বযুদ্ধ শেষে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিতে গণভােটের মাধ্যমে তারা পৃথক রাষ্ট্রের পক্ষপাতী কি না দেখা হবে । 

3. গণভােটের আগে ওইসব অঞ্চলে সব রাজনৈতিক দলকেই প্রচারের সুযােগ দেওয়া হবে । 

4. যদি ওইসব অঞ্চল সম্মত হয় তবেই পৃথক রাষ্ট্র গঠিত হবে । তবে প্রতিরক্ষা , বাণিজ্য , যােগাযােগ ও অন্যান্য যে বিষয়গুলিতে উভয়েই সমভাবে সংশ্লিষ্ট — যৌথভাবে পরিচালিত হবে । 

5. ভারত পূর্ণ স্বাধীনতা পাওয়ার পরই এই প্রস্তাব কার্যকারী হবে । বলা বাহুল্য , জিন্নার অনমনীয় মনােভাবে ‘ সি আর ফর্মুলা ‘ ব্যর্থ হয় ।

সি আর ফর্মুলা / রাজাজি সূত্র এর পরিণতি

রাজাজি প্রস্তাব শেষ পর্যন্ত জিন্না মানেননি এবং এটি ব্যর্থ হয় । গান্ধীজি এই প্রস্তাবকে সফল করার জন্য জিন্নার বাসগৃহে ২১ বার বৈঠক করেন । কিন্তু জিন্নার কাছে এই প্রস্তাব ছিল পঙ্গু , বিকলাঙ্গ ও কীটদগ্ধ , কেননা এতে আলাদা পাকিস্তান রাষ্ট্রের সম্ভাবনাকে বিনষ্ট করা হয়েছিল । এই প্রস্তাবে গণভােটের মাধ্যমে মুসলিমদের ভবিষ্যৎ নির্ধারণে জিন্না চরম আপত্তি জানান । কারণ তিনি মনে করেন অমুসলিমদের হাতে মুসলিমদের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে না । গান্ধীজির আশা ছিল যে , ব্রিটেনের হাত থেকে স্বাধীনতা পাওয়ার লড়াইয়ে জিন্নাকে তিনি পাশে পাবেন । কিন্তু কংগ্রেস বা লিগ দু-দলের সমঝােতা সেসময় আর সম্ভব ছিল না । দেশ বিভাগ আটকানাের লক্ষ্যে চক্রবর্তী রাজাগােপালাচারী যে সমঝােতা সূত্র প্রকাশ করেছিলেন তা জিন্নার একগুঁয়েমি ও কংগ্রেস নেতাদের ব্যর্থতার জন্য সফল হয়নি । এই ব্যর্থতা থেকেই জন্ম নেয় সাম্প্রদায়িকতার চরম রূপ , যার পরিণতি দেশভাগ । 

সি আর ফর্মুলা / রাজাজি সূত্র এর ফলাফল

1. এর ফলে জাতীয় রাজনীতিতে জিন্না ও মুসলিম লিগের গুরুত্ব প্রবল ভাবে বৃদ্ধি পায় , 

2. ব্রিটিশ সরকার বুঝেছিল ভারতের দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে ঐক্য সম্ভব নয় । 

মন্তব্য 

আসলে , শেষ পর্যায়ের জাতীয় রাজনীতিতে যে জটিলতার সৃষ্টি হয়েছিল তাতে জাতীয় কংগ্রেস বা মুসলিম লিগ কারাের পক্ষেই সি আর ফর্মুলার বিকল্প কিছু গ্রহণের অবকাশ ছিল না । ঐতিহাসিক এস. আর. মেহরােত্রর  মতে — ভারত বিভাগে রাজি হয়ে কংগ্রেস নেতাগণ অপেক্ষাকৃত কম ক্ষতিকারক বিকল্পটি পছন্দ করেছিলেন ( ‘ In agreeing to the partition of India , Congress leaders chose the lesser evil ’ )।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!