ইতিহাস

ভারতের রাজনীতিতে স্বরাজ্য দলের ভূমিকা

Contents

ভারতের রাজনীতিতে স্বরাজ্য দলের ভূমিকা

গান্ধীজি অসহযােগ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে ভারতের রাজনীতিতে এক সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয় । ভারতীয় জাতীয় আন্দোলনকে গতিশীল রাখার লক্ষ্যে স্থাপিত হয় স্বরাজ্য দল ( ১৯২৩ খ্রি. ১ জানুয়ারি ) যার সভাপতি হন চিত্তরঞ্জন দাশ ও সম্পাদক হন মতিলাল নেহরু । জাতীয় রাজনীতিতে স্বরাজ্য দল বেশ কিছু অবদান রেখেছিল । 

জাতীয় আন্দোলনে গতি দান

অসহযােগ আন্দোলন প্রত্যাহারের পর জাতীয় রাজনীতি গতিহীন হয়ে পড়ে । এর ফলে ভারতবাসীর স্বাধীনতার স্বপ্ন যখন অনেকটাই ফিকে হয়ে আসে ঠিক তখন স্বরাজ্য দল ভারতবাসীকে নতুনভাবে স্বাধীনতার চেতনা ও আকাঙক্ষায় জাগিয়ে তােলে । 

আইনসভায় প্রতিবাদ 

স্বরাজ্য দল আইনসভায় অংশগ্রহণ করে আইনসভার মধ্যে থেকেই সরকারের বিভিন্ন কালা আইন ও ত্রুটিপূর্ণ বাজেটের বিরুদ্ধে সরব হয় । আইনসভার মধ্যে থেকে স্বরাজিরা দেশবাসীর প্রতিনিধিরূপে জাতীয় আশা আকাঙ্ক্ষা তুলে ধরেন এবং সাম্রাজ্যবাদী ব্রিটিশের নগ্ন ও স্বৈরাচারী রূপ প্রকাশ করায় সচেষ্ট ছিলেন । আইনসভায় তাদের এই ভূমিকায় ব্রিটিশ বিব্রত বােধ করে । ড. রমেশচন্দ্র মজুমদারের মতে — স্বরাজিদের অংশগ্রহণের পর আইনসভা সর্বপ্রথম প্রকৃত জাতীয় আইনসভার রূপ পরিগ্রহ করে । 

শাসন ব্যবস্থায় অংশগ্রহণের মাধ্যমে বিরােধিতা

ব্রিটিশের কাছ থেকে বিশেষ কোনাে সুযােগ সুবিধা আদায় করতে না পারলেও শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে স্বরাজিরা সরকারের বাজেট সহ বিভিন্ন দমনপীড়ন মূলক আইনের বিরােধিতার মাধ্যমে যে গণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করেন তা পরবর্তীকালে ভারতীয় সংসদীয় গণতন্ত্রে এক নিদর্শনরূপে অনুসৃত হয় । 

কংগ্রেসের পরিকল্পনা রূপায়ণ

স্বরাজ্য দলের নেতারা জাতীয় কংগ্রেসের গঠনমূলক পরিকল্পনাগুলি সামনে রেখে নিজেদের কর্মসূচি নির্ধারণ করেন । এই কর্মসূচির বাস্তবায়নের জন্য স্বরাজিরা বিদেশি সাম্রাজ্যবাদী শােষণের বিরুদ্ধে এক সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতি গ্রহণ করেন । 

সাংবিধানিক সংস্কারের দাবি 

স্বরাজ্য দলের নেতৃবর্গই প্রথম ভারতের সাংবিধানিক সংস্কারের প্রয়ােজনীয়তা অনুভব করে সেই মতাে আইনসভায় দাবি জানায় । তাদের দাবি মেনে নিয়ে শাসন সংস্কার পর্যালােচনার লক্ষ্যে বাধ্য হয়ে ব্রিটিশ প্রথমে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের কার্যকারিতা অনুসন্ধানের জন্য এক কমিটি নিয়ােগ করে । পরে ব্রিটিশ বাধ্য হয় সাইমন কমিশন গঠন করতে । 

উপসংহার 

স্বরাজ্য দল জাতীয় আন্দোলনকে গতিশীল ও প্রাণবন্ত করে তােলার পাশাপাশি শ্রমিকদের স্বার্থরক্ষা , দেশীয় শিল্প সংরক্ষণ নীতি , ডাক টিকিট , রেলভাড়া , লবণ শুল্ক হ্রাসসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব উত্থাপন করে । স্বরাজ্য দল মূলত প্রাদেশিক ও কেন্দ্রীয় কাউন্সিলের স্বাধিকারের দাবি অর্জনের লক্ষ্যে চাপ সৃষ্টি এবং ব্রিটিশের বিভিন্ন দমনমূলক আইন ও প্রস্তাবের বিরােধিতা করেছিল । পরবর্তী গণ আন্দোলন আইন অমান্যের ওপরেও স্বরাজ্য দলের কার্যাবলির প্রভাব পড়েছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!