ইতিহাস

স্বরাজ্য দলের ব্যর্থতার কারণ

Contents

স্বরাজ্য দলের ব্যর্থতার কারণ

১৯২৩ খ্রি. ১ জানুয়ারি স্বরাজ্য দল অসহযােগ আন্দোলনের পরবর্তী সময়ে শূন্য রাজনৈতিক স্থান ভরাট করার লক্ষ্যে গঠিত হলেও শেষ পর্যন্ত এই দল ভারতবাসীর প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল । এই ব্যর্থতার পিছনে বিভিন্ন কারণ ছিল 一

যোগ্য নেতৃত্বের অভাব 

চিত্তরঞ্জন দাশের সুদক্ষ নেতৃত্বে স্বরাজ্য দল অসহযােগ আন্দোলনের পর বহু কাজ করলেও তাঁর মৃত্যুর পর এই দলে আর তেমন দক্ষ ও যােগ্য নেতা পাওয়া যায়নি ।

গোষ্ঠীদ্বন্দ্ব 

স্বরাজ্য দলের ভবিষ্যৎ নেতা নির্বাচন নিয়ে গােষ্ঠীদ্বন্দ্ব তীব্র হয় । স্বরাজ্য দলের মধ্যে পরস্পর বিরােধী কয়েকটি গােষ্ঠী তৈরি হয় । যেমন বাংলার বীরেন্দ্রনাথ শাসমল বনাম সুভাষ বােস গােষ্ঠী এবং যতীন্দ্রমােহন সেনগুপ্ত বনাম বীরেন্দ্রনাথ শাসমল গােষ্ঠী । এই সকল গােষ্ঠীদ্বন্দগুলি কর্মীদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে , ফলে দল ধ্বংসের দিকে এগিয়ে যায় ।

নীতিগত প্রশ্নে বিবাদ 

স্বরাজ্য দলের নীতি নির্ধারণ নিয়ে সদস্যদের মধ্যে বিবাদ বাঁধে । মতিলাল নেহরু ও তার সমর্থকেরা সরকারি কাজে বাধা দেওয়ার নীতি গ্রহণ করলেও কেলকার , জয়াকার , মুঞ্জে প্রমুখ নেতা তা না করে জনকল্যাণমূলক নীতি গ্রহণ করতে চেয়েছিলেন ।

বেঙ্গল প্যাক্ট এর ব্যর্থতা 

চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর বেঙ্গল প্যাক্ট এর প্রয়ােজনীয়তা ফুরােয় । স্বরাজ্য দলের বহু সদস্য বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষে জড়িয়ে পড়ে , হিন্দু – মুসলিম ঐক্যে ফাটল ধরে , ফলে দল দুর্বল হয়ে পড়ে ।

গণ সমর্থনের অভাব 

স্বরাজ্য দল সবশ্রেণির সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছিল । কেননা স্বরাজ্য দলের কর্মসূচিগুলিতে সমাজের সকল স্তরের মানুষদের সুরাহার জন্য কিছু উল্লেখ ছিল না । ফলে সাধারণ মানুষ এই দলের কার্যকলাপের প্রতি খুব একটা গুরুত্ব দেখায়নি ।

উদ্দেশ্য পূরণের ব্যর্থতা 

স্বরাজ্য দলের উদ্দেশ্য ছিল প্রতি পদে সরকারি কাজে বাধা দিয়ে শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে অচল করে দেওয়া । কিন্তু কার্যত সেই উদ্দেশ্য পূরণ হয়নি , সরকারি আইনগুলি ও বাজেট গভর্নর জেনারেল বিশেষ ক্ষমতা প্রয়ােগ করে পাস করিয়ে নিতেন ।

ভ্রান্ত কর্মসূচি 

স্বরাজ্য দলের কর্মসূচিগুলি ছিল ভুলে ভরা । আইনসভায় প্রবেশ করে পদে পদে সরকারের বিরােধিতা করা যায় না , এ বাস্তব সত্য বুঝতে ভুল হয়েছিল নেতাদের । তাই দেখা যায় আইনসভায় ঢুকে বহু ব্যাপারে এই দল সরকারের সঙ্গে আপস ও বােঝাপড়া করতে বাধ্য হয় ।

দল ত্যাগ 

স্বরাজ্য দলের সর্বভারতীয় স্তরে অল্পদিনের মধ্যেই ভাঙন দেখা দেয় । লালা লাজপত রায় , মদনমােহন মালব্য প্রমুখ সদস্যগণ স্বরাজ্য দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন । মহম্মদ আলি জিন্না স্বরাজ্য দল ছেড়ে নতুন এক দল গঠন করেন ।

One thought on “স্বরাজ্য দলের ব্যর্থতার কারণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!