অসহযোগ আন্দোলনে কৃষকদের ও শ্রমিকদের ভূমিকা
Contents
অসহযোগ আন্দোলনে কৃষকদের ও শ্রমিকদের ভূমিকা
অসহযােগ আন্দোলনে কৃষক সমাজ ও শ্রমিকশ্রেণীর অবদান ছিল অপরিসীম । ব্যাপক উৎসাহ ও আশা নিয়ে কৃষক শ্রেণী এই আন্দোলনে যােগ দিয়েছিল , আর শ্রমিকশ্রেণীও তাদের মনের ক্ষোভকে প্রকাশ করেছিল অসহযােগ আন্দোলনে যােগদানের মাধ্যমে । কৃষকদের স্মরণীয় ভূমিকা প্রসঙ্গে জওহরলাল তাঁর আত্মজীবনীতে লখেছিলেন — আমরা দেখলাম সমস্ত গ্রামাঞ্চল উদ্দীপনার এক আশ্চর্য উন্মাদনায় ভরপুর ( ‘ We found the whole countryside afire with enthusiasm and full of a strange excitement ‘ )।
অসহযোগ আন্দোলনে কৃষকদের ভূমিকা
কৃষক নেতা :
বাবা রামচন্দ্র , বাবা জানকীদাস , রাম অবতার , স্বামী বিদ্যানন্দ প্রমুখ কৃষক নেতা অত্যন্ত কৃতিত্বের সঙ্গে কৃষক আন্দোলনকে অসহযােগ আন্দোলনের মূলধারার সঙ্গে মিলিয়ে দিতে পেরেছিলেন । মেদিনীপুরে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে চৌকিদারি করের বিরুদ্ধে প্রতিবাদ ওঠে ।
আন্দোলনের বিস্তার :
ভারতের বিভিন্ন অঞ্চলে কৃষক আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে । গুজরাতের বারদৌলি ; বিহারের মুজাফফরপুর , ভাগলপুর , পূর্ণিয়া ; পাঞ্জাবের জলন্ধর , অমৃতসর , হােসিয়ারপুর ; মালাবারের মােপালা ; বাংলার ( অবিভক্ত ) রাজশাহি , রংপুর , পাবনা , দিনাজপুর , বীরভূম , মেদিনীপুরের কাঁথি ও তমলুকের কৃষকরা স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন গড়ে তােলে ।
বিভিন্ন দাবিতে আন্দোলন :
বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা কৃষক বিদ্রোহগুলির আলাদা আলাদা দাবি ছিল । নােয়াখালি ও ত্রিপুরার কৃষকরা খাজনার বিরুদ্ধে প্রতিবাদ জানায় , মালাবারের মোপলা কৃষকেরা প্রজাস্বত্ব আইনের বিরুদ্ধে ও জমিদারদের শােষণের হাত থেকে মুক্তির লক্ষ্যে আন্দোলন গড়ে তােলে , অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার কৃষকরা অতিরিক্ত করের বিরুদ্ধে ক্ষোভ জানায় । বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে তমলুক ও কাঁথিতে কৃষকরা একজোট হয়ে ইউনিয়ন বাের্ডের করের বিরুদ্ধে সােচ্চার হয় । ড. অমলেশ ত্রিপাঠী বলেছেন — গ্রামাঞ্চলগুলি নতুন উৎসাহের প্রাবল্যে প্রাণ চাঞ্চল্য নিয়ে জেগে উঠল ।
মোপলা বিদ্রোহ :
মালাবারের মোপলা বিদ্রোহ ছিল কৃষক বিদ্রোহের এক জঙ্গি রূপ । ১৯২১ খ্রিস্টাব্দে সংঘটিত এই বিদ্রোহে কৃষকদের মূল দাবি ছিল সুনিশ্চিত প্রজাস্বত্ব আইন ও তার নবীকরণ এবং জমিদারদের শােষণ থেকে মুক্তি । কংগ্রেস এই দাবিগুলিকে সমর্থন জানায় । আন্দোলন চলাকালীন কংগ্রেসের শীর্ষ নেতাদের ব্রিটিশ গ্রেফতার করায় আন্দোলনকারীরা হিংসার আশ্রয় নেয় । তারা দোকান ও গ্রামের পর গ্রামে লুঠতরাজ চালায় । এর সঙ্গে সাম্প্রদায়িকতাও যুক্ত হয় । এসময় মালাবারের জেলা ম্যাজিস্ট্রেট কনােলির বাংলাে আক্রমণ করে তাকে হত্যা করা হয় । ব্রিটিশ কঠোর হাতে কৃষক বিদ্রোহীদের দমন করে , বহু কৃষক প্রাণ হারায় ও তাদের জমিজমা বাজেয়াপ্ত করা হয় ।
অসহযোগ আন্দোলনে শ্রমিকদের ভূমিকা
শ্রমিক নেতা :
অসহযােগ আন্দোলন শুরু হলে বহু শ্রমিক নিজেদের অবস্থার উন্নতির লক্ষ্যে সােৎসাহে আন্দোলনে যােগ দেয় । যে সকল শ্রমিক নেতা অত্যন্ত দক্ষতার সঙ্গে শ্রমিকশ্রেণীকে একজোট করে আন্দোলনে টেনে আনতে পেরেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায় , প্রভাত কুসুম রায়চৌধুরী , অপূর্বকুমার ঘােষ , প্রেমতােষ বসু , এস. এ. ডাগে , এন. এম. জোশি , মিরাজকর , জোগলে , বঙ্কিম মুখার্জি , রাধারমণ মিত্র , গােপেন চক্রবর্তী , ধরণী গােস্বামী ও শিবনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ।
বিভিন্ন দাবিতে আন্দোলন :
আসামের ইংরেজ মালিকানাধীন চা বাগানগুলিতে কর্মরত ভারতীয় শ্রমিকরা বেতন বৃদ্ধি , কাজের সময় সীমা হ্রাস ইত্যাদি দাবি পূরণের লক্ষ্যে প্রথমে ধর্মঘট শুরু করে ও পরে অসহযােগ আন্দোলনে যােগ দেয় । এ ছাড়াও ডাক , রেল , বন্দর , পাটকলসহ অন্যান্য শিল্পে নিয়ােজিত শ্রমিকরা তাদের নিজস্ব দাবি পূরণের লক্ষ্যে অসহযােগ আন্দোলনে যােগ দিয়েছিল ।
আন্দোলনের বিস্তার :
অসহযােগ আন্দোলন চলাকালীন দেশের বিভিন্ন জায়গায় শ্রমিকশ্রেণী ধর্মঘট পালন করে । মার্টিন-বার্ন , জেসপসহ বিভিন্ন ইউরােপীয় ও দেশীয় কারখানাগুলিতে একবছরে ( ১৯২১ খ্রি. ) প্রায় ৩৯৬ টি ধর্মঘট পালিত হয় যাতে প্রায় ৬ লক্ষ শ্রমিক যােগ দেয় । শ্বেতাঙ্গদের কারখানা ‘ Buckingham and Carnatic Textile’- এর শ্রমিকরা গণধর্মঘট পালন করেন ( ১৯২০ খ্রি. ) । স্বামী বিশ্বানন্দ ও স্বামী দর্শনানন্দের নেতৃত্বে রানিগঞ্জ ও ঝরিয়ার কয়লাখনি অঞ্চলে শ্রমিক আন্দোলন দানা বাঁধে । যতীন্দ্রমােহন সেনগুপ্তের সুদক্ষ নেতৃত্বে আসাম বেঙ্গল রেলওয়ে শ্রমিকরা ধর্মঘট পালন করে ।
মূল্যায়ন
কৃষক , শ্রমিক , এমনকি চা বাগানের কুলি পর্যন্ত অসহযােগ আন্দোলনে যােগ দিয়ে একে গণ আন্দোলনের রূপ দিয়েছিল । অসহযােগ আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা দেখে সে সময়কার বাংলার পুলিশ বিভাগের আই. জি. লেম্যান অবাক হয়ে বলেছিলেন — আমার কোনাে ধারণাই ছিল না যে , কংগ্রেস এইরকম অজ্ঞ ও কৃষ্টিহীন লােকদের সহানুভূতি ও সমর্থন আদায় করতে পারে ( ‘ had no idea that the Congress organisation could enlist the sympathy and support of such ignorant and uncultivated people ‘ )।
Very nice qs
Wow