ইতিহাস

অসহযোগ আন্দোলনের লক্ষ্য ও কর্মসূচি

Contents

অসহযোগ আন্দোলনের লক্ষ্য ও কর্মসূচি

গান্ধীজীর নেতৃত্বে স্বরাজ অর্জন অসহযােগ আন্দোলনের মূল লক্ষ্য ছিল । এই লক্ষ্য পূরণের পাশাপাশি কংগ্রেস চেয়েছিল নরমপন্থী ও চরমপন্থীদের কর্মধারার মিলন ঘটিয়ে তাদেরকে একজোট করতে । এই আন্দোলন ছিল সম্পূর্ণরূপে অহিংস , এতে হিংসার কোনাে স্থান ছিল না । সুমিত সরকার  তাঁর ‘ Modern India ‘ গ্রন্থে বলেছেন — ব্রিটিশ রাজের বিরুদ্ধে রাজনৈতিক বিরােধিতার ক্ষেত্রে ব্যাপকতা ও গভীরতায় অসহযােগ আন্দোলন বিশাল পরিবর্তন ঘটায় ( ‘ Non – cooperation marked a major change in the depth and dimension of concerted political hostility to the Raj ’)। 

অসহযোগ আন্দোলনের লক্ষ্য

অসহযােগ আন্দোলনের লক্ষ্য ছিল — 

মূল লক্ষ্য : 

সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে স্বরাজ অর্জন করা । 

অন্যান্য লক্ষ্য : 

1. খিলাফৎ সমস্যার সন্তোষজনক সমাধান করা । 

2. কুখ্যাত ও দমনমূলক রাওলাট আইন ব্রিটিশ কর্তৃক প্রত্যাহৃত করা । 

3. সমাজের বুক থেকে সাম্প্রদায়িকতা , অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথার অবসান ঘটানাে । 

4. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অপরাধীদের শাস্তি দেওয়া । 

অসহযোগ আন্দোলনের কর্মসূচি

অসহযােগ আন্দোলনের প্রধান কর্মসূচি গুলিকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে — 

  • নেতিবাচক ও 
  • ইতিবাচক । 

নেতিবাচক কর্মসূচি : 

1. সমস্ত রাজকীয় খেতাব বর্জন , 

2. সরকারি পদ বর্জন , 

3. স্বশাসিত সংস্থা থেকে পদত্যাগ , 

4. সরকারি অনুষ্ঠান বর্জন , 

5. সরকারি স্কুলকলেজ থেকে নাম প্রত্যাহার , 

6. বিলাতি দ্রব্য বর্জন , 

7. আইনসভা ও আদালত বয়কট ইত্যাদি । 

ইতিবাচক কর্মসূচি :

1. ‘ তিলক স্বরাজ তহবিল ‘ গড়ে তােলার লক্ষ্যে ১ কোটি ২০ লক্ষ টাকা চাঁদা তােলা , 

2. দেশীয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তােলা , 

3. ২০ লক্ষ চরকা বিতরণ করা ,

4. অস্পৃশ্যতা দূর করা , 

5. ১ কোটি সদস্য বিশিষ্ট এক স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তােলা , 

6. হিন্দু মুসলমান ঐক্য গড়ে তােলা , 

7. সালিশি বাের্ড গঠন করা । 

এক কথায় অসহযােগ আন্দোলনের কর্মসূচিতে ব্রিটিশ সরকারের সঙ্গে সকল প্রকার অসহযােগিতার সংকল্প ঘােষণার পাশাপাশি এক বছরের মধ্যে স্বরাজ অর্জনের আশ্বাস দেওয়া হয় । আন্দোলনের পদক্ষেপ হিসেবে জাতীয় স্কুল কলেজ প্রতিষ্ঠা , সালিশি মিমাংসার লক্ষ্যে পঞ্চায়েত গঠন , চরকায় সুতাে বােনা ইত্যাদি কর্মসূচিও গৃহীত হয় । 

উপসংহার 

জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনের পর থেকেই গান্ধীজি কংগ্রেসের অন্যান্য নেতাদের নিয়ে ভারতের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত ঘুরে ঘুরে এই আন্দোলনের লক্ষ্যগুলি তুলে ধরেন । গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লিখেছিলেন ( ১৯২২ খ্রি. ২২ ফেব্রুয়ারি ) ব্রিটিশকে বােঝানাের এটাই উপযুক্ত সময় যে , তাদের বিরুদ্ধে ১৯২০ – তে যে সংগ্রাম শুরু হয়েছে তা তাদেরকে শেষ করার সংগ্রাম ( ‘ It is high time that the British people were made to realise that the fight that was commenced in 1920 is a fight to the finish ’ )।

2 thoughts on “অসহযোগ আন্দোলনের লক্ষ্য ও কর্মসূচি

  • raju mahata

    স্বাধীনতা আন্দোলনে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের ভুমিকা |

    Reply
    • raju mahata

      এই প্রশ্নটির উত্তর আমার তাড়াতাড়ি চাই

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!