ইতিহাস

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের গুরুত্ব

Contents

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের গুরুত্ব

ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের এক কলঙ্কজনক ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ( ১৯১৯ খ্রি. ১৩ এপ্রিল ) । ব্রিটিশ বাহিনীর দ্বারা সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ড ভারতীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল । এই নারকীয় হত্যাকাণ্ড একদিকে যেমন বিশ্ববাসীর সামনে ব্রিটিশের স্বরূপ উন্মােচন করেছিল , অপরদিকে তেমন এই হত্যাকাণ্ডের প্রভাবে ভারতবাসী আরও তীব্রভাবে ব্রিটিশ বিরােধী হয়ে উঠেছিল ।

ভারতবাসীর তীব্র প্রতিক্রিয়া 

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতবাসী তীব্র প্রতিক্রিয়া জানায় । কবিগুরু রবীন্দ্রনাথ এই হত্যাকাণ্ডের প্রতিবাদে তাঁর রাজসম্মান নাইটহুড প্রত্যাখ্যান করেন । জাতীয় কংগ্রেস অত্যন্ত কঠোর ভাষায় এই ঘটনার নিন্দা করে । গান্ধীজি ‘ ইয়ং ইন্ডিয়া ’ পত্রিকায় তাঁর প্রতিক্রিয়া জানিয়ে লেখেন — এই শয়তান সরকারের সংশােধন অসম্ভব , একে ধ্বংস করতেই হবে ।

রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার 

রাওলাট আইনের প্রতিবাদে গড়ে ওঠা সত্যাগ্রহ আন্দোলনে হিংসার অনুপ্রবেশ ঘটছে দেখে গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন । ব্রিটিশের প্ররােচনায় ভারতবাসী যাতে হিংসার আশ্রয় না নেয় , তার জন্য গান্ধীজি অচিরেই এই আন্দোলন প্রত্যাহার করেন ( ১৯১৯ খ্রি. ১৮ এপ্রিল ) । তিনি তাঁর রাওলাট সত্যাগ্রহ কর্মসূচিকে “ হিমালয় সদৃশ ভুল ’ বলেও অভিহিত করেন ।

তদন্ত কমিটি গঠন 

ভারতবাসীর ক্ষোভ প্রশমনের জন্য ব্রিটিশ সরকার হান্টারের নেতৃত্বে এই হত্যাকাণ্ডের তদন্তের লক্ষ্যে এক কমিটি গঠন করে । কিন্তু এই কমিটিকে কংগ্রেস নেতারা বয়কট করে । কংগ্রেস একক উদ্যোগে আলাদা একটি তদন্ত কমিটি গঠন করে । এই কমিটির উল্লেখযােগ্য সদস্য ছিলেন — গান্ধীজি , মতিলাল নেহরু , চিত্তরঞ্জন দাশ , বদরউদ্দিন তায়েবজি প্রমুখ ।

ব্রিটিশ এর স্বরূপ উন্মোচন

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সমগ্র বিশ্বের কাছে সাম্রাজ্যবাদী ব্রিটিশের স্বরূপ উন্মােচন করে । নিজেদের সুসভ্য জাতি বলে পরিচয় দিলেও এই হত্যাকাণ্ড ব্রিটিশ জাতিকে কলঙ্কিত করে । জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটিয়ে ব্রিটিশ দেখিয়ে দেয় যে নৃশংসতা ও নিষ্ঠুরতার কোন্ স্তর পর্যন্ত তারা যেতে পারে ।

ব্রিটিশ শাসক বর্গের অনুশোচনা

ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ইতিহাসে এই প্রথম কোনাে ঘটনা ( জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ) ব্রিটিশ শাসকবর্গকে অনুশােচনার আগুনে দগ্ধ করে । ব্রিটিশ রাষ্ট্র নায়ক চার্চিল বলেন — জালিয়ানওয়ালাবাগের মতাে শােচনীয় ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যে আর কখনও ঘটেছে বলে আমার মনে হয় না। তৎকালীন ভারত সচিব মন্টেগু এই ঘটনাকে ‘ নিবারণ মূলক হত্যাকাণ্ড ’ ( Preventive murder ) বলে অভিহিত করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!