ইতিহাস

মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্য

মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্য

ভারত সচিব মন্টেগু ও বড়লাট চেমস ফোর্ড এর চেষ্টায় যে আইন পাস হয় , তা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন ( ১৯১৯ খ্রি. ) নামে পরিচিত । এই আইনের দ্বারা ব্রিটিশ চেয়েছিল ভারতে বিপ্লবী ভাব ধারার রাশ টেনে ধরতে , এবং ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব বাড়াতে ।

মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্য / ধারা / শর্ত

মন্টেগু চেমসফোর্ড আইনের ধারাগুলি ছিল এইরকম —
1. ভারত সচিবের ক্ষমতা আগের থেকে আরও বাড়িয়ে ভারত সরকারের ওপর তার নিয়ন্ত্রণ আরও কঠোর করা ।
2. প্রস্তাবনায় বলা হয় – ( i ) ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থাকবে , ( ii ) ভারতে ধাপে ধাপে দায়িত্বশীল সরকার গঠিত হবে , ( iii ) প্রশাসনে ভারতীয়দের যােগদানের সুযােগ দেওয়া হবে ।
3. প্রদেশগুলোতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হবে । আইন ও বিচার বিভাগ বড়ােলাটের ওপর , আর স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্তৃত্ব আইন সভার প্রতিনিধিদের হাতে থাকবে ।
4. বড়ােলাটের কার্যনির্বাহী সমিতিতে পাঁচজন শ্বেতাঙ্গ সদস্য ও তিনজন ভারতীয় সদস্যকে নিয়ে আইন পরিষদ গঠন করা হবে ।
5. কেন্দ্রীয় আইনসভাগুলি দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সমন্বয়ে গঠন করা হবে ।
6. গভর্নর জেনারেলের অনুমতি ছাড়া কেন্দ্রীয় আইনসভায় পেশ করা বাজেটের ওপর আলােচনা চলবে না ।
7. কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে সামরিক , পররাষ্ট্র , পরিবহন ( রেল ) , প্রচার ( ডাক ও তার ) ও মুদ্রা ইত্যাদি বিভাগ । আর প্রাদেশিক বিভাগে থাকবে পুলিশ , বিচার , শিক্ষা , স্বাস্থ্য , সেচ , রাজস্ব , আবগারিসহ বিভিন্ন বিষয় ।
8. সম্পত্তির মালিকানাপ্রাপ্ত ব্যক্তিরা আয়করের ভিত্তিতে ভােটের অধিকার পাবেন ।
9. সংখ্যালঘু মুসলিমরা আলাদা নির্বাচন নীতির অনুমােদন পাবে ।
10. সার্বিক প্রাপ্তবয়স্কের ভটাধিকারের বদলে গুণীজনদের ভােটাধিকার বেশি গুরুত্ব পাবে । এই নির্বাচন প্রক্রিয়ায় আইনসভার মেয়াদ তিন বছর থাকবে ।
11. মন্টেগু চেমসফোর্ড সংস্কারের দ্বারা নির্বাচন ব্যবস্থায় অনুন্নতশ্রেণির জন্য আসন সংরক্ষিত থাকবে ।

মূল্যায়ন

মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের মাধ্যমে ভারতবাসীর রাজনৈতিক সচেতনতা বেড়েছিল । নরমপন্থী নেতারা এই আইনকে স্বাগত জানিয়ে বলেছিলেন— দায়িত্বশীল সরকার গঠনের দিকে এটি একটি বাস্তব ও বলিষ্ঠ পদক্ষেপ (‘ a real and substantial step towards the progressive realisation of responsible government ‘ ) । তারা অবশ্য এই সংস্কার আইনের কিছু সংশােধন ও উন্নয়নের প্রস্তাব করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!