ইতিহাস

হোমরুল আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য

Contents

হোমরুল আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য

হােমরুল আন্দোলন ( ১৯১৬ খ্রি. ) ছিল ভারতীয় জাতীয় রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ ( Turning point ) । অ্যানি বেসান্ত এবং তিলক কর্তৃক প্রতিষ্ঠিত দুটি ‘ হােমরুল ’ সংস্থা কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে বিবাদের অবসান ঘটায় এবং জাতীয় আন্দোলনকে শক্তিশালী করে তােলে । 

ভারতীয় স্বাধীনতা সংগ্রামে এই আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য অত্যন্ত সুদূরপ্রসারী — 

জাতীয় নেতা হিসেবে গান্ধীজীর আবির্ভাবে

হােমরুল আন্দোলনের নীতি , কর্মপদ্ধতি , সংগঠনের সাহায্য নিয়ে এমনকি হােমরুল আন্দোলনে যােগদানকারী স্বেচ্ছাসেবীদের অনুপ্রাণিত করে গান্ধীজি জাতীয় নেতা হিসেবে  নিজেকে মেলে ধরেন । এই আন্দোলন ভারতের গান্ধীর নেতৃত্বাধীন অহিংস সত্যাগ্রহ আন্দোলনের যুগের পূর্বাভাস দেয় । 

স্বায়ত্তশাসনের আদর্শ প্রচার 

এই আন্দোলন স্বরাজের আদর্শকে সারা দেশে ছড়িয়ে দেয় । ফলে সামগ্রিকভাবে ভারতীয়রা স্বরাজের ধারণা লাভ করে ও জাতীয়তাবাদী আন্দোলনের প্রতি আকৃষ্ট হয় । তিলক ভারতীয় জনগণের মধ্যে হােমরুল বা স্বায়ত্তশাসনের আদর্শ প্রচার করেন । 

গণ আন্দোলনের প্রয়োজনীয়তা উপলব্ধি

ভারতবাসী এই আন্দোলনের মাধ্যমে বুঝতে পারে যে , বিদেশি সরকারের কাছ থেকে কোনাে দাবি আদায় করতে গেলে বা অধিকার অর্জন করতে হলে গণ আন্দোলনই একমাত্র পথ । দেশের আপামর জনসাধারণ এই আন্দোলনে যােগ দেওয়ায় ভবিষ্যতের গণ আন্দোলনের ভিত্তি রচিত হয় । 

মন্টেগু চেমসফোর্ড আইন পাস 

হােমরুল আন্দোলনের ফলশ্রুতি মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন ( Government of India Act , 1919 ) , যার ফলে স্বায়ত্তশাসনের দাবি আরও তীব্র হয় । ভারত সচিব মন্টেগু  ঘােষণা করেন ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে থেকেই ভারতবাসী যাতে স্বায়ত্তশাসন লাভ করতে পারেন , ব্রিটিশ সরকার সেই নীতি গ্রহণ করবে । 

গ্রাম ভিত্তিক আন্দোলনের সূচনা

জাতীয় কংগ্রেসের প্রথম যুগের নরমপন্থী নেতৃবৃন্দ এতদিন শহরকেন্দ্রিক আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন । এই প্রথম দেশের শীর্ষ নেতারা শহর ও গ্রামের মানুষের মধ্যে সমন্বয় সাধন করে আন্দোলনের ভিত্তি ভূমি সম্প্রসারিত করেন । 

রাজনীতিতে তিলকের দ্বিতীয়বার প্রতিষ্ঠা লাভ 

মান্দালয় জেল থেকে ছাড়া পেয়ে তিলক , এই আন্দোলনের নেতৃত্বদানের মধ্যে দিয়েই ভারতীয় রাজনীতিতে নিজেকে দ্বিতীয়বারের জন্য প্রতিষ্ঠিত করেন ও নিজের রাজনৈতিক দক্ষতা ও সাংগঠনিক ক্ষমতার প্রমাণ দেন । তাই ড. রমেশচন্দ্র মজুমদার  লিখেছেন — হােমরুল আন্দোলন হল তিলকের মহান রাজনৈতিক জীবনে যথাযােগ্য শেষ অধ্যায় ( ‘ The Home Rule Movement was the fitting end of Tilak’s noble political career ‘ )।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!