ইতিহাস

ভারতের শ্রমিকদের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব

Contents

ভারতের শ্রমিকদের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব

প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় অর্থনীতির অবক্ষয়ের ফলে শ্রমিকশ্রেণী বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল । শ্রমিকদের অবস্থা যতই সংকটাপন্ন হচ্ছিল , ততই শ্রমিক আন্দোলন শক্তিশালী হয়ে উঠছিল । এ প্রসঙ্গে মার্কসবাদী ঐতিহাসিক রজনী পামদত্ত লিখেছেন — প্রথম বিশ্বযুদ্ধ , রুশ বিপ্লব ও আন্তর্জাতিক বিপ্লবী তরঙ্গের ফলে ভারতের শ্রমিক আন্দোলন যেন একলাফে পূর্ণ কর্মতৎপরতার জগতে এসে পৌঁছােল । 

শ্রমিকদের জর্জরিত অবস্থা 

প্রথম বিশ্বযুদ্ধের ফলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির দরুন অত্যাবশ্যকীয় খাবারের দাম শতকরা ৯৩ ভাগ , অন্যান্য দ্রব্য শতকরা ১০ ভাগ এবং আমদানি দ্রব্যের মূল্য শতকরা ৬০ ভাগ বেড়ে যায় । মূল্যবৃদ্ধি , ছাঁটাই , কম মজুরি প্রভৃতি সমস্যায় শ্রমিক শ্রেণী জর্জরিত হয়ে পড়ে ।

শিল্প শ্রমিকদের শ্রেণী সচেতনতা

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে এদেশে বিভিন্ন শিল্প কারখানার সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শিল্প শ্রমিকের সংখ্যাও বৃদ্ধি পায় । তবে শিল্পপতি অর্থাৎ মালিক শ্রেণির মুনাফা ১০০ শতাংশ বেড়ে গেলেও শ্রমিকশ্রেণির মজুরি কিন্তু ১৫ শতাংশও বাড়েনি । এইভাবে নিপীড়ন , নির্যাতন ও শােষণের মধ্যে দিয়ে শ্রমিকরা ধীরে ধীরে আবিষ্কার করে তাদের পৃথক সত্তা । তাদের মধ্যে জেগে ওঠে শ্রেণী – সচেতনতা ।

এ. আই. টি. ইউ. সি. গঠন

বিশ্বযুদ্ধের অবসানে পুনরায় ভারতে ব্রিটিশ পণ্যের আমদানি বৃদ্ধি পায় । ফল স্বরূপ দেশীয় শিল্পের ক্রমবিকাশ ব্যাহত হয় । শুরু হয় শ্রমিক ছাঁটাই । এমতাবস্থায় ১৯১৭ র রুশ বিপ্লব এদেশের শ্রমিকদের মনে নতুন প্রেরণার সঞ্চার করে । গড়ে উঠতে থাকে নানা শ্রমিক সংগঠন । জন্ম নেয় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস ( A.I.T.U.C. ১৯২০ খ্রি. ) । কংগ্রেসের ( A.I.T.U.C. ) দ্বিতীয় অধিবেশনে দেওয়ান চমনলাল  বলেন — এই স্বরাজ পুঁজিপতিদের জন্য নয় , শ্রমিকদের জন্যই তা অর্জন করতে হবে ( ‘ … it was to be a Swaraj not for the capitalists , but for the workers ‘ ) ।

উপসংহার 

প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই ভারতের শ্রমিক আন্দোলন এক সুসংবদ্ধ রূপ পায় এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের মূল ধারার সঙ্গে মিশে যেতে শুরু করে । এসময়ে শ্রমিক ইউনিয়নের সংখ্যাও বাড়তে থাকে । পুঁজিবাদের পাশাপাশি ঔপনিবেশিকতাবাদকেও শ্রমিক শ্রেণী ঘৃণা করতে শুরু করে । এ প্রসঙ্গে লালা লাজপত রায়  বলেন — সমরবাদ এবং সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের যমজ সন্তান ( ‘ Militarism and Imperialism are the twin children of Capitalism ’)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!