ইতিহাস

ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব

Contents

ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব

বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির ওপর প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছিল । বিভিন্ন কারণে এ সময় ভারতের অর্থনীতিও গভীর সংকটের মুখে পড়ে । ড. সুমিত সরকারের  মতে — প্রথম বিশ্বযুদ্ধ ( ১৯১৪-১৮ খ্রি. ) প্রকৃতই ভারতের রাজনৈতিক জীবন ও আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছিল ।  

প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব হিসাবে ভারতের উপর অর্থনৈতিক সংকটের প্রধান কারণগুলি ছিল —

প্রথম বিশ্বযুদ্ধে ভারতের অংশগ্রহণ 

ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গ হিসেবে ভারতও ১৯১৪ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে । যুদ্ধে বিপুল পরিমাণ ভারতীয় মানব সম্পদ ও বস্তু সম্পদ ব্যবহৃত হওয়ায় সমাজ ও রাজনীতি ছাড়াও ভারতীয় অর্থনীতির ওপর এর ব্যাপক ও সুদূর প্রসারী প্রভাব পড়ে ।

বাণিজ্যে মন্দা 

যুদ্ধের সময় ইংল্যান্ডের কলকারখানাগুলি যুদ্ধ প্রয়ােজন মেটাতে ব্যস্ত ছিল । এর ফলে ভারতে ব্রিটিশ শিল্পজাত দ্রব্যের আমদানি বন্ধ হয়ে যায় । ভারতে ব্যাপকভাবে শিল্পজাত দ্রব্যাদি উৎপন্ন হতে থাকে । যুদ্ধের পর আবার অবস্থার পরিবর্তন ঘটে । ইংল্যান্ডজাত দ্রব্যাদি আবার ভারতে আসতে শুরু করলে , ভারতীয় শিল্পদ্রব্যের বিক্রি যথেষ্ট কমে যায় । পাউন্ডের তুলনায় টাকার দাম দ্রুত হ্রাস পেতে থাকে । এর প্রভাবে ভারতীয় বহির্বাণিজ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ।

শ্রমিক ছাঁটাই 

মন্দাজনিত কারণে শ্রমিক ছাঁটাই শ্রমিকদের অবস্থাকে আরও শােচনীয় করে তােলে । গড়ে উঠতে থাকে নানা শ্রমিক সংগঠন । শুরু হয় শ্রমিক আন্দোলন ও শ্রমিক ধর্মঘট ।

কৃষকদের দুরবস্থা 

চাল , গমসহ বিভিন্ন কৃষিজাত ফসলের চাষ ভীষণভাবে বেড়ে যায় , কিন্তু শিল্পজাত পণ্যের তুলনায় কৃষিজাত পণ্যের দাম সে রকম বৃদ্ধি পায়নি । এর ফলে কৃষক ও সাধারণ মানুষ প্রবল সমস্যার মুখে পড়ে । কারণ কৃষককে কৃষিজাত পণ্য বিক্রি করে কেরােসিন , কাপড় , লবণ প্রভৃতি শিল্পজাত দ্রব্যাদি সংগ্রহ করতে হত ।

করের হার বৃদ্ধি 

প্রথম বিশ্বযুদ্ধের খরচ তুলতে গিয়ে ব্রিটিশ সরকার বিভিন্ন কর ও উপকরের হার বৃদ্ধি করে । প্রচুর মানুষকে আয়করের আওতায় নিয়ে এসে রাজস্বের পরিমাণ বাড়ানাের চেষ্টা হয় । এতে ভারতবাসীর ওপর আর্থিক চাপ বাড়ে ।

দেশীয় কুটির শিল্পের ধ্বংসসাধন

ব্রিটিশ সরকার ভারতীয় বাজারে শিল্পের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে , ফলে দেশীয় কুটিরশিল্পের সর্বনাশ হয় ও বহু কারিগর কাজ হারায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!