ইতিহাস

সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি

Contents

সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি

index 3
সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি

আইন অমান্য আন্দোলনের অবসান ঘটানাের জন্য ব্রিটিশ সরকার দমননীতির প্রয়ােগের পাশাপাশি বিচ্ছিন্নতাবাদ নীতি কার্যকর করার সিদ্ধান্ত নেয় । এই সিদ্ধান্ত অনুযায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সংখ্যালঘু সমস্যার সমাধানের নামে ১৯৩২ খ্রি. ১৬ আগস্ট এক বিচ্ছিন্নতাবাদী নীতি ঘােষণা করেন , যা সাম্প্রদায়িক বাটোয়ারা ( Communal Award ) বা সাম্প্রদায়িক রোয়েদাদ নামে পরিচিত ।

সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি এর মূল বক্তব্য

পৃথক নির্বাচন ব্যবস্থা : 

এই নীতির দ্বারা অনুন্নত হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম , শিখ , ভারতীয় খ্রিস্টান , অ্যাংলাে-ইন্ডিয়ান প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয় । অর্থাৎ মুসলমানদের জন্য সংরক্ষিত আসনে কেবলমাত্র মুসলমানরাই বা শিখদের সংরক্ষিত আসনে শিখরাই ভােটদানের অধিকার পাবে । 

হিন্দু বিভেদ নীতি :

অনুন্নত হিন্দুদের পৃথক জাতি হিসেবে ঘােষণা করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরােধ সৃষ্টি করা হয় । 

তপশিলি দের বিশেষ অধিকার দান :

এই নীতির দ্বারা তপশিলি জাতি নামে পরিচিত অনুন্নত শ্রেণির হিন্দুদের সরকার আলাদাভাবে নির্বাচনে অংশগ্রহণের অধিকার প্রদান করে । 

সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির উদ্দেশ্য

ভারতের জাতীয় আন্দোলনকে দুর্বল করে দেওয়াই ছিল এই নীতির প্রকৃত উদ্দেশ্য । জাতীয় আন্দোলনের ভিত্তি ছিল হিন্দু সম্প্রদায়ের ঐক্য ও আন্দোলনমুখীনতা । অনুন্নত হিন্দুদের পৃথক জাতি হিসেবে ঘােষণা করে ব্রিটিশ সরকার হিন্দু সাম্প্রদায়িক ঐক্যে ভাঙন ধরাতে চেষ্টা করে ।

One thought on “সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি

  • Sk Marif uddin

    It’s very helpt

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!