ইতিহাস

ডান্ডি অভিযান কী

Contents

ডান্ডি অভিযান কী

saltmarch 56a48db13df78cf77282f07e
ডান্ডি অভিযান

গান্ধীজি তাঁর অনুগামীদের সঙ্গে নিয়ে ১৯৩০ খ্রিস্টাব্দের ১২ মার্চ গুজরাতের সবরমতি আশ্রম থেকে ডান্ডি গ্রাম পর্যন্ত যে দীর্ঘ পদযাত্রা করেন , ইতিহাসে তা ডান্ডি অভিযান নামে পরিচিত । গান্ধীজি ডান্ডিতে নিজের হাতে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন । সুভাষচন্দ্র এই লবণ আইন ভঙ্গ প্রসঙ্গে ‘ The Indian Struggle ‘ গ্রন্থে বলেছেন — আমার মতে এটা ছিল এক মহান আন্দোলনের মহান সূচনা ( ‘ In my view it was a great beginning of a great movement ’ ) ।

গান্ধীজির ডান্ডি অভিযানের পরিকল্পনা

গান্ধীজি সবরমতি আশ্রমে থাকাকালীন আইন অমান্য আন্দোলনের সূচনা কিভাবে করবেন সে ব্যাপারে গভীর চিন্তায় ডুবেছিলেন । কবিগুরু সবরমতি আশ্রমে এলে তাঁকে গান্ধীজি বলেছিলেন— আমি দিবা – রাত্রি একমনে চিন্তা করছি , কিন্তু বিরাজমান অন্ধকারের মধ্যে আমি কোনাে আলাে দেখছি না ( ‘ I am furiously thinking night and day and I do not see any light coming out of the surrounding darkness ‘ )  অবশেষে। গান্ধীজি সিদ্ধান্ত নিলেন যে লবণ আইন ভঙ্গ করেই আইন অমান্য আন্দোলনের সূচনা করবেন । 

ডান্ডি অভিযানের বর্ণনা

৭৯ ( মতান্তরে ৭৮ জন ) জন সত্যাগ্রহী নিয়ে ২৪ দিন হেঁটে ২৪১ মাইল পথ অতিক্রম করে গান্ধীজি ও তাঁর সঙ্গীরা ৫ এপ্রিল ডান্ডি গ্রামে পৌঁছেন । অভিযান চলাকালীন পথ মধ্যে জনতা যেভাবে স্বাধীনতার আবেগে আপ্লুত হয়ে ওঠে , সেদৃশ্য ইতিপূর্বে আর দেখা যায়নি । 

ডান্ডি অভিযানে বয়কটের আহ্বান

গান্ধীজি দেশবাসীকে সরকারি চাকুরি ত্যাগ ও খাজনা বন্ধের আহ্বান জানান । সারা দেশ জুড়ে এক অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায় । 

লবণ আইন ভঙ্গ

১৯৩০ সালের ৬ এপ্রিল ভােরে আরব সাগরের জলে স্নান করে গান্ধীজি নিজের হাতে আরব সাগরের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন । গান্ধীজির লবণ আইন ভঙ্গের পরেই সারা দেশ জুড়ে শুরু হয় আইন অমান্য আন্দোলন । 

মূল্যায়ন 

গান্ধীজির ডান্ডি অভিযানকে সমর্থন করে জাতীয় নেতারা এর প্রশংসা করেন । জওহরলাল নেহরু  গান্ধীজির এই ডান্ডি অভিযানকে নীরব তীর্থযাত্রা ( ‘ Quiet Pilgrimage ‘ ) বলে উল্লেখ করেছেন । সুভাষচন্দ্র বসু  গান্ধীজির এই ডান্ডি অভিযানকে নেপােলিয়নের এলবা দ্বীপ থেকে প্যারিস প্রত্যাবর্তনের সঙ্গে তুলনা করেছেন ।

One thought on “ডান্ডি অভিযান কী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!