ইতিহাস

বলশেভিক বিপ্লবের আন্তর্জাতিক গুরুত্ব

Contents

বলশেভিক বিপ্লবের আন্তর্জাতিক গুরুত্ব

bolshevik meeting
বলশেভিক বিপ্লবের আন্তর্জাতিক গুরুত্ব

১৭৮৯ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের মতাে ১৯১৭ খ্রিস্টাব্দের রাশিয়ার বলশেভিক বিপ্লবও ছিল বিশ্বে এক যুগান্তকারী ঘটনা । এই বিপ্লব কেবল রাশিয়া বা ইউরােপকেই নয় , সারা বিশ্বকেই এক নবচেতনার দ্বারা বিশেষভাবে প্রভাবিত করেছিল । বলশেভিকদের এই ইতিহাস সৃষ্টিকারী মহাবিপ্লব মানুষের মনে এক নবচেতনার সার করে অচিরেই একটি বিশ্ব – আন্দোলনে পর্যবসিত হয় । পৃথিবীর বিভিন্ন দেশে যেমন — জার্মানি , ইতালি , ইংল্যান্ড , ফ্রান্স , আমেরিকা , পূর্ব ইউরােপ এবং এশিয়া ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে এর প্রভাব অনুভূত হয়েছিল ।

ধনতন্ত্রের সঙ্গে বিরোধ

রাশিয়ায় কমিউনিস্টদের সাফল্যে পশ্চিমি দুনিয়া সম্পূর্ণ নতুন একটি আদর্শের সঙ্গে সংঘাতের মুখােমুখি এসে দাঁড়ায় । বিশ্বের ধনতান্ত্রিক সাম্রাজ্যবাদী দেশগুলিকে রুশ বিপ্লব আতঙ্কগ্রস্ত করে ।

ব্যাপক সাম্যবাদী প্রসার

বলশেভিকদের এক অনন্য ঐক্যবদ্ধ মরণপণ প্রচেষ্টায় রাশিয়া রক্ষা পায় । জার্মানি , ইতালি , ব্রিটেন , ফ্রান্স সর্বত্রই সাম্যবাদী আন্দোলন জোরদার হয়ে ওঠে । 

ফ্যাসিবাদের প্রসার

ইউরােপে সাম্যবাদের গতি রােধ করার জন্য ইংল্যান্ড ও ফ্রান্স ফ্যাসিবাদ তােষণ নীতি গ্রহণ করলে কালক্রমে ফ্যাসিবাদী শক্তি বিশ্বে প্রবলভাবে মাথাচাড়া দেয় ।

পূর্ব ইউরোপে সাম্যবাদ প্রতিষ্ঠা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ইউরােপের চেকোশ্লোভাকিয়া , রুমানিয়া , বুলগেরিয়া , যুগােশ্লাভিয়া , হাঙ্গেরি , পােল্যান্ড ও আলবানিয়াতে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় । 

রুশ – মার্কিন তিক্ততা 

এই বিপ্লবের জন্য রুশ – মার্কিন সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে ওঠে । এর ফলে দু-রাষ্ট্রের মধ্যে বহুকাল কোনাে কূটনৈতিক সম্পর্ক ছিল না । 

চিনে সাম্যবাদ প্রতিষ্ঠা 

চিন অতি দ্রুত সমাজতন্ত্রের পথে পা বাড়ায় । মিখাইল বােরোদিন ও বাঙালি বিপ্লবী মানবেন্দ্রনাথ রায় চিনে সাম্যবাদী আন্দোলনের বীজ বপন করেন । পরে মাও সে তুঙ – এর নেতৃত্বে চিনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় ( ১৯৪৯ খ্রি. ) । 

ইন্দো – মালয় অঞ্চলে সাম্যবাদ প্রসার

ইন্দোনেশিয়া ও মালয় উপদ্বীপেও সাম্যবাদী আন্দোলন জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে । 

ভারতে আন্দোলন 

ভারতে ট্রেড ইউনিয়ন আন্দোলনকে জোরদার করে সাম্যবাদ ব্রিটিশ শক্তির বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনকে আরও তীব্র করে তুলেছিল । 

লাতিন আমেরিকায় সাম্যবাদী প্রভাব 

লাতিন আমেরিকাতে মেক্সিকো , কিউবা , ব্রাজিল , আর্জেন্টিনা , ইকোয়েডর , উরুগুয়ে , প্যারাগুয়ে , বলিভিয়া , কলম্বিয়া সাম্যবাদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয় ।

সিদ্ধান্ত 

রাশিয়ার বলশেভিক বিপ্লব ইউরােপ , এশিয়া , লাতিন আমেরিকা ও আফ্রিকার কোটি কোটি মানুষের কাছে সাম্রাজ্যবাদের শােষণ থেকে মুক্তির এক নতুন বার্তা বহন করে আনে । সােভিয়েত রাশিয়ার আদর্শে ও সাহায্যে পৃথিবীর বহু দেশে জাতীয়তাবাদী মুক্তি আন্দোলন জোরদার হয়ে ওঠে । রাশিয়ার নানা অর্থনৈতিক পরিকল্পনার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারত , পাকিস্তানসহ অনেক উন্নতিকামী দেশ তাদের বহু অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত করেছে । বলশেভিক আন্দোলনের এ – ও এক কম সাফল্য নয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!