ইতিহাস

বর্গী ও শিলাদার

বর্গী ও শিলাদার

শিবাজীর সেনাবাহিনীতে একটি পদাতিক বাহিনী থাকলেও , আসল শক্তি ছিল তাঁর অশ্বারােহী বাহিনী । পার্বত্য অঞ্চলে এবং গেরিলা পদ্ধতিতে যুদ্ধের কাজে এই দ্রুতগামী অশ্বারােহী বাহিনী ছিল অপরিহার্য । মারাঠা অশ্বারােহী বাহিনী পাগা বা বর্গী এবং শিলাদার — এই দু – ভাগে বিভক্ত ছিল ।
( i ) বর্গীরা ছিল সরকারি স্থায়ী সৈন্য । তাদের অশ্ব , অস্ত্র , পােশাক ও নিয়মিত বেতন সরকার থেকে দেওয়া হত ।
( ii ) শিলাদাররা ছিল ভাড়াটে সৈন্য । তারা নিজেরাই অশ্ব ও অস্ত্র সংগ্রহ করত । যুদ্ধের প্রয়ােজনে তারা নগদ অর্থের বিনিময়ে সরকারকে সাহায্য করত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!