ইতিহাস

মারাঠা রাজ্যের অষ্টপ্রধান এর কাজ

মারাঠা রাজ্যের অষ্টপ্রধান এর কাজ

84700583 515360999358971 8093542205834625853 n 300x300 1
শিবাজী

শিবাজী ছিলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী । তিনি প্রশাসনিক কাজ চালাবার জন্য ক্ষমতায় বিকেন্দ্রিকরণ করার প্রয়ােজনীয়তা উপলব্ধি করেছিলেন । অষ্টপ্রধান নামে এক মন্ত্রী পরিষদ তাকে শাসন কার্যে সহায়তা করত । এই আটজন মন্ত্রী হলেন—
( i ) পেশােয়া বা প্রধানমন্ত্রী । পেশোয়া সমগ্র শাসনব্যবস্থার তাত্ত্বাবধান করতেন । রাজার অবর্তমানে তিনি তাঁর প্রতিনিধিত্ব করতেন ।
( ii ) অমাত্য ( হিসাব পরীক্ষক ) ,
( iii ) ওয়াকিয়ানবিশ ( রাজকার্যের বিবরণ লেখক ) ,
( iv ) সর্ণাবিশ বা সচিব ( চিঠিপত্রের লেখক )
( v ) সুমন্ত বা দবীর ( বিদেশ দপ্তর দেখতেন ) ,
( vi ) সর – ই – নৌবত বা প্রধান সেনাপতি ,
( vii ) পন্ডিতরাও বা ধর্ম বিষয়ক মন্ত্রী এবং
( viii ) ন্যায়াধীশ বা প্রধান বিচারপতি ।

সেনাপতি ছাড়া সব মন্ত্রী কেবল ব্রাহ্মণদের মধ্যে থেকে নিযুক্ত হতেন । ‘ পণ্ডিতরাও ’ ও ‘ ন্যায়াধীশ ’ ছাড়া সবাইকে সামরিক দায়িত্ব পালন করতে হত । অনেকে শিবাজীর অষ্টপ্রধান ব্যবস্থাকে মন্ত্রী সভার সঙ্গে তুলনা করেছেন । কিন্তু ‘ অষ্টপ্রধান ’ একত্রিতভাবে বর্তমানের মন্ত্রী সভার মতাে ছিল না । আবার ‘ পেশােয়া ’ বা প্রধানমন্ত্রী অন্য মন্ত্রীদের নেতৃত্ব দিতেও পারতেন না । প্রত্যেক মন্ত্রী একমাত্র ছত্রপতির কাছে দায়বদ্ধ ছিলেন । মন্ত্রীদের নিয়ােগ বা পদচ্যুতিও একান্ত ভাবেই ছত্রপতির ইচ্ছাধীন ছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!