ইতিহাস

ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য

Contents

ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য

ভারতীয় জাতীয় রাজনীতিতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ( ১৮৮৫ খ্রি. ) হয়েছিল মূলত ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ ও ব্রিটিশ বিরােধী ক্ষোভের হাত থেকে ব্রিটিশ শাসনকে রক্ষার উদ্দেশ্যে । মার্কসবাদী ঐতিহাসিক রজনী পামদত্ত মনে করেন — কংগ্রেস প্রতিষ্ঠার দ্বারা ব্রিটিশ শাসকবৃন্দ ভারতবাসীর ক্রমবর্ধমান ব্রিটিশ বিরােধী ক্ষোভের হাত থেকে ব্রিটিশ শাসনকে সুরক্ষিত করতে চেয়েছিলেন ।

mohandas karamchand gandhi 67483 1280 1552946307 47.11.225.90 1
জাতীয় কংগ্রেস

জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন

বােম্বাইয়ের গােকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ হলে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে ( ১৮৮৫ খ্রি. ২৮ ডিসেম্বর ) সভাপতির ভাষণে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রতিষ্ঠার নেপথ্যে যে চারটি মূল উদ্দেশ্যের কথা ঘােষণা করেছিলেন তা হল —

  1. ভাষাগত ও ধর্মীয় বৈচিত্র্যে ভরা ভারতের বিভিন্ন প্রদেশের দেশপ্রেমীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও একাত্মতা গড়ে তােলা ,
  2. সম্প্রীতির দ্বারা জাতি , ধর্ম , প্রাদেশিকতার তুচ্ছ সংকীর্ণতা দূর করে জাতীয় সংহতির পথ প্রশস্ত করা ,
  3. শিক্ষিতদের সুচিন্তিত মতামত গ্রহণ করে সামাজিক ও অন্যান্য সমস্যা সমাধানের উপায় নির্ণয় করা ,
  4. ভারতের রাজনৈতিক অগ্রগতির জন্য ভবিষ্যৎ কর্মসূচি গ্রহণ করা । 

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় অ্যালান অক্টোভিয়ান হিউমের উদ্দেশ্য

মার্কসবাদী ঐতিহাসিক রজনী পামদত্ত , ঐতিহাসিক বিপান চন্দ্র ও হিউমের জীবনীকার ওয়েডারবার্ন প্রত্যেকেই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতারূপে হিউমের নাম উল্লেখ করেছেন । তাদের মতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের উদ্দেশ্য ছিল —

  1. ব্রিটিশ শাসনের প্রতি ভারতবাসীর মনের পুঞ্জীভূত ক্ষোভ যাতে গণবিস্ফোরণের রূপ না নিতে পারে , তার প্রতিরােধকরূপে ( Safety valve ) ভারতীয়দের নেতৃত্বেই একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা ।
  2. শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়কে রাজনৈতিক আন্দোলনগুলির সামনের সারিতে নিয়ে এসে এক শান্তিপূর্ণ পদ্ধতিতে আলােচনার মাধ্যমে সমস্যার সমাধানের লক্ষ্যে এক সর্বভারতীয় দল প্রতিষ্ঠা ।
  3. ভারতবাসীর আশা – আকাঙ্ক্ষাগুলি যাতে সাংবিধানিক পদ্ধতি মেনে রূপায়িত হতে পারে তার জন্য একটি প্রতিষ্ঠান গঠন ।

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় লর্ড ডাফরিনের উদ্দেশ্য

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় লর্ড ডাফরিনের অবদান ছিল বলে মনে করেন লালা লাজপত রায় , উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ । এদের মতে , কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে ডাফরিনের উদ্দেশ্যগুলি ছিল —

  • এক সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে ভারতবাসীর যাবতীয় সমস্যাগুলি সরকারের গােচরে আনা ।
  • ব্রিটিশ শাসনের প্রতি অনুগতদের ব্রিটিশবিরােধীদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া ।

মন্তব্য

জাতীয় কংগ্রেসের মতাে এক সর্বভারতীয় প্রতিষ্ঠান গড়ে তুলে ব্রিটিশ শাসনের প্রতি ভারতবাসীর ক্ষোভ প্রশমনের চেষ্টা করা হয়েছিল । সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ‘ বেঙ্গলি ’ পত্রিকায় লেখেন , জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য  হল — সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাজনৈতিক সংস্থা গুলিকে রাজনৈতিক বিষয়গুলি নিয়ে সঙ্গতি পূর্ণ পদক্ষেপ নেওয়ার পথ প্রস্তুত করা ( ‘ ( to ) prepare the way for Concerted action in reference to political matters among the different political bodies scattered through the country ‘ ) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!