ইতিহাস

ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন

Contents

ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন

একক প্রচেষ্টায় ভারতে জাতীয় আন্দোলন পরিচালনা করা সম্ভব নয় উপলব্ধি করে ভারতবাসী বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে সচেষ্ট হয় । সে রকম একটি সংগঠন হল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন ( ১৮৫১ খ্রিঃ ) , যা জমিদার সভা ( ১৮৩৮ খ্রি. ) ও বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সােসাইটি ( ১৮৪৩ খ্রি. )-র মিলিত রূপ । এই সভা ইউরােপীয় সদস্যদের বাদ দিয়ে গঠিত হয় । এর প্রথম সভাপতি ছিলেন জমিদার রাধাকান্ত দেব এবং প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর । এই অ্যাসােসিয়েশনের সদস্যদের মধ্যে উল্লেখযােগ্য ছিলেন রামগােপাল ঘােষ , প্যারীচাঁদ মিত্র প্রমুখ । ভারতবাসীর মুখপত্র হিসেবে ভারতীয় সদস্যদের নিয়ে গঠিত এই প্রতিষ্ঠানটি শিক্ষা , বিচার ও শাসক বিভিন্ন কর্মসূচির ওপর বেশ কয়েকটি আন্দোলন চালায় । ড. বি. বি. মিশ্রের  মতে – জমিদারদের স্বার্থরক্ষার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ।

thumb 286 54678 1
ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন

ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর কর্মসূচি

এই প্রতিষ্ঠানটি শিক্ষা , বিচার ব্যবস্থা , শাসন সংস্কার , নীল চাষ প্রভৃতি বিষয়ে আন্দোলনকে কর্মসূচি হিসেবে স্থির করে ।

ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর উদ্দেশ্য

ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন গঠনের উদ্দেশ্য জানা যায় ব্রিটিশের কাছে পাঠানাে এক আবেদনপত্র  থেকে , যে পত্রে বিভিন্ন সংস্কারের প্রস্তাব রাখা হয় ।

সম্পদ রক্ষার্থে উপযুক্ত ব্যবস্থা :

ভারতীয়দের সম্পদ রক্ষার জন্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে ।

অধিক ভারতীয় নিয়ােগ :

সরকারি উচ্চপদগুলিতে আরও বেশি সংখ্যায় ভারতীয়দের নিয়ােগ করতে হবে ।

শাসন ও আইন বিভাগের পৃথকীকরণ :

শাসন পরিষদ ও আইন সভার অস্তিত্ব আলাদা করতে হবে ।

স্বতন্ত্র পরিষদ গঠন :

ব্রিটিশ উপনিবেশ গুলির আদর্শে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে এক স্বতন্ত্র পরিষদ গঠন করতে হবে ।

শিক্ষার প্রসার :

শিক্ষার সুষ্ঠু প্রসারের লক্ষ্যে সরকারি তরফে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে ।

ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রসার

বাংলা ছাড়াও ভারতের বড়াে বড়াে শহরগুলিতে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসােসিয়েশনের শাখা গড়ে ওঠে ।  জগন্নাথ সংকর শেঠের সভাপতিত্বে , বােম্বাইয়ে প্রতিষ্ঠিত হয় বােম্বে নেটিভ অ্যাসােসিয়েশন ( ১৮৫২ খ্রি. আগস্ট ) । গজাল লক্ষীনারায়ণ চেট্টির উদ্যোগে মাদ্রাজে প্রতিষ্ঠিত হয় মাদ্রাজ নেটিভ অ্যাসােসিয়েশন ( ১৮৫২ খ্রি. ) । এইসব আসােসিয়েশনগুলি ১৮৭০ খ্রিস্টাব্দ অবধি টিকেছিল ।

ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর সমালোচনা

ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছিল ।

  1. এই সমিতিটি মূলত জমিদারশ্রেণির স্বার্থরক্ষার কথাই বেশি ভাবত ।
  2. মফস‌্সলে এই সংগঠনের কোনাে প্রভাব না থাকায় গ্রামীণ শিক্ষিত ভারতবাসী এর সম্পর্কে উদাসীন ছিল ।
  3. মধ্যবিত্ত কৃষকশ্রেণির স্বার্থ এই সংগঠনটির কাছে উপেক্ষিত ছিল ।

মূল্যায়ন

অ্যাসােসিয়েশনের সকল দাবিই ব্রিটিশ কোম্পানির কর্তৃপক্ষ নাকচ করে দেয় । তবে জমিদার শ্রেণির প্রতিষ্ঠান বলে সমালােচিত হলেও এই প্রতিষ্ঠানটি সুষ্ঠু অর্থনীতি প্রবর্তন ও মফস‌্সল আদালতে জুরি প্রথা প্রবর্তনের যে দাবি জানিয়েছিল তাতে ভারতবাসীর অর্থনৈতিক স্বার্থ ও বিচারবিভাগের স্বচ্ছতা রক্ষিত হয়েছিল । অভিজাত ভূস্বামীদের সংগঠন হিসেবে সমালােচিত হলেও নীলচাষি ও আসামের কুলিদের পক্ষে লড়াই করে ভারতীয় রাজনীতির প্রগতিতে সাহায্য করেছিল এই অ্যাসােসিয়েশন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!